Gold Price Today: সস্তায় সোনা কেনার এটাই সময়, সুযোগ হাতছাড়া করলে কপাল চাপড়াবেন!
Gold-Silver Rate in Kolkata: চারিদিকে শুধুই বিয়েবাড়ি। প্রচুর নিমন্ত্রণ আসছে। কাকে সোনা দেবেন, আর কে বাদ পড়বে, সেই চিন্তায় ঘুম উড়েছে অনেকের। তবে চিন্তার দিন শেষ, কারণ আজ সোনা কেনার সুবর্ণ সুযোগ।
কলকাতা: বিয়ের মরশুম চলছে। চারিদিকে শুধুই বিয়েবাড়ি। প্রচুর নিমন্ত্রণ আসছে। কাকে সোনা দেবেন, আর কে বাদ পড়বে, সেই চিন্তায় ঘুম উড়েছে অনেকের। তবে চিন্তার দিন শেষ, কারণ আজ সোনা কেনার সুবর্ণ সুযোগ। বিয়ের মরশুমে সোনার দাম ওঠা-নামা করলেও, আজ অপরিবর্তিত রয়েছে সোনার দাম (Gold Price)। অন্যদিকে দাম কমেছে রুপোর (Silver Price)। বাজেট একটু কম হলে উপহার দিতেই পারেন রুপোর গহনা। দোকানে যাওয়ার আগে সোনা-রুপোর দর জেনে নিন-
২২ ক্যারেট সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৮০০ টাকা।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৭৮ হাজার টাকা।
২৪ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামেও কোনও পরিবর্তন হয়নি আজ। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৩ হাজার ৫০ টাকা।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দামও তুলনামূলকভাবে কম রয়েছে। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ২৯০ টাকা।
১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৭২ হাজার ৯০০ টাকা।
রুপোর দাম-
সোনার দামে পরিবর্তন না হলেও, দাম কমেছে রুপোর। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৭৫ হাজার টাকা। গতকালের তুলনায় ৫০০ টাকা দাম কমেছে রুপোর।