Gold Price Today: এই সপ্তাহে ৮ হাজার টাকা কমেছে সোনার দাম, বর্ষশেষে এমন সুযোগ আর পাবেন না…

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 31, 2023 | 9:01 AM

Gold-Silver Price: ৩১ ডিসেম্বরে অনেকটাই সস্তা সোনা, কারণ ২৯ ও ৩০ ডিসেম্বর-পরপর দুইদিনই প্রায় ৪ হাজার টাকা করে কমেছে সোনার দাম। অর্থাৎ সপ্তাহের শুরুতে সোনার দাম যা ছিল, তা থেকে প্রায় ৮ হাজার টাকা দাম কমেছে। আজ, ৩১ ডিসেম্বরে অপরিবর্তিত রয়েছে সোনার দাম। তবে বছরের শেষ দিনে কিছুটা বেড়েছে রুপোর দাম।

Gold Price Today: এই সপ্তাহে ৮ হাজার টাকা কমেছে সোনার দাম, বর্ষশেষে এমন সুযোগ আর পাবেন না...
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: দেখতে দেখতেই শেষ আরও একটি বছর। ২০২৩ সাল শেষ। আর কয়েক ঘণ্টা বাদেই স্বাগত জানানো হবে ২০২৪ সালকে। বছর শেষে নিজেকে বা প্রিয়জনকে যদি বিশেষ কোনও উপহার দিতে চান, তবে কিনতেই পারেন সোনা। ৩১ ডিসেম্বরে অনেকটাই সস্তা সোনা, কারণ ২৯ ও ৩০ ডিসেম্বর-পরপর দুইদিনই প্রায় ৪ হাজার টাকা করে কমেছে সোনার দাম। অর্থাৎ সপ্তাহের শুরুতে সোনার দাম যা ছিল, তা থেকে প্রায় ৮ হাজার টাকা দাম কমেছে। আজ, ৩১ ডিসেম্বরে অপরিবর্তিত রয়েছে সোনার দাম। তবে বছরের শেষ দিনে কিছুটা বেড়েছে রুপোর দাম।  আজ যদি সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে দর জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮ হাজার ৫৫০ টাকা। গতকালের তুলনায় আজ দামে কোনও পরিবর্তন হয়নি।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮৫ হাজার ৫০০ টাকা। ১০০ গ্রামের সোনার দামেও কোনও পরিবর্তন আসেনি।

২৪ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেট সোনার দামেও কোনও পরিবর্তন হয়নি। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ৮৭০ টাকা।

১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩৮ হাজার ৭০০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেট সোনার দামেও কোনও পরিবর্তন হয়নি। ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ৯০০ টাকা।

১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার টাকা।

রুপোর দাম-

সোনার দামে কোনও পরিবর্তন না এলেও বেড়েছে রুপোর দাম। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৭৮ হাজার ৬০০ টাকা। গতকালের তুলনায় ৩০০ টাকা বেড়েছে রুপোর দাম।

Next Article
Delhi-Ayodhya Flight: দিল্লি-অযোধ্যা উড়ান পরিষেবা শুরু, বিমান ভাড়া কত জানুন
Zomato: কুতুব মিনার সমান বিরিয়ানি, ইডেনের মতো পিৎজা, পৃথিবীর সাইজের নুডুলস অর্ডার!