কলকাতা: কালীপুজো শেষ, এবার ভাইফোঁটা। প্রতিপদ পেরিয়ে, আজ দ্বিতীয়া। বাড়িতে বাড়িতে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। তবে খালি হাতে কি আর ভাইফোঁটা হয়? দিদি বা বোনকে উপহার দেওয়ার রীতিই রয়েছে। এখনও অনেকেই উপহার কিনে উঠতে পারেননি। আপনিও যদি এই দলে পড়েন এবং শেষ মুহূর্তে উপহার কেনার পরিকল্পনা রাখেন, তবে আপনার জন্য রয়েছে সেরা উপহারের অপশন। সোনা বা রুপোর গহনা। আজ, রবিবারে অল্প দামেই মিলবে সোনা ও রুপোর গহনা। বাজেট মতো কিনে নিলেই হল। এখন ১৮ ক্যারেটেও দারুণ সব সোনার গহনা পাওয়া যায়। আর রুপোর গহনা তো ট্রেন্ডে ইন। তবে কেনার আগে সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
আজ, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩৭০ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭৩ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রাম সোনার দর রয়েছে ৭ লক্ষ ৩৭ হাজার টাকা।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ৪০০ টাকা। ১০০ গ্রাম সোনার দর রয়েছে ৮ লক্ষ ৪ হাজার টাকা।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৩০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬০ হাজার ৩০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৩ হাজার টাকা।
আজ, রবিবার ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৭০০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৯৭ হাজার টাকা।