Gold Price Today: প্রেমের মাসে প্রিয়তমাকে উপহার দিন সোনা, বাজেটের আগে পকেটে পড়বে না চাপও
Gold-Silver Rate: ফেব্রুয়ারি মানেই হল প্রেমের মাস। ১৪ ফেব্রুয়ারি যেমন ভ্যালেন্টাইন্স ডে, তেমনই একই দিনে রয়েছে সরস্বতী পুজোও। প্রেমের মাসে প্রিয়জনকে ভাল কিছু উপহার দিতে চাইলে কিনতে পারেন সোনার গহনা। বাজেট কম হলে, কিনতে পারেন রুপোও।
কলকাতা: মাসের শেষ দিন আজ। আগামিকাল থেকে শুরু ফেব্রুয়ারি মাস। আর ফেব্রুয়ারি মানেই হল প্রেমের মাস। ১৪ ফেব্রুয়ারি যেমন ভ্যালেন্টাইন্স ডে, তেমনই একই দিনে রয়েছে সরস্বতী পুজোও। প্রেমের মাসে প্রিয়জনকে ভাল কিছু উপহার দিতে চাইলে কিনতে পারেন সোনার গহনা (Gold Price)। বাজেট কম হলে, কিনতে পারেন রুপোও (Silver Price)। আজ, বুধবার সোনা কেনার সুবর্ণ সুযোগ, কারণ আজ অপরিবর্তিত রয়েছে সোনার দাম। বদল আসেনি রুপোর দামেও। আজ সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
২২ ক্য়ারেটের সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার টাকা।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮০ হাজার টাকা।
২৪ ক্য়ারেটের সোনার দাম-
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও অপরিবর্তিত রয়েছে। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ২৭০ টাকা।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩২ হাজার ৭০০ টাকা।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দামেও পরিবর্তন আসেনি। আজ, বুধবার ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৪৫০ টাকা।
১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা।
রুপোর দাম-
সোনার মতোই রুপোর দামেও কোনও পরিবর্তন আসেনি। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৬৫০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৬ হাজার ৫০০ টাকা।