Gold Price Hike: ধরলেই ছ্য়াঁকা! দু’দিনে ১১ হাজার টাকা বাড়ল দাম, কলকাতায় আজ সোনার দর কত?

Gold & Silver Price in Kolkata-West Bengal: মকর সংক্রান্তির দিনই এক ধাক্কায় প্রায় ১১ হাজার টাকা সোনার দাম বেড়েছিল। রুপোর দামও হু হু করে চড়ছে। আজও সেই ছবি বদলাল না। সোনা ও রুপো- দুই ধাতুরই দাম লাগামছাড়া হারে বৃদ্ধি পাওয়ায় দোকানে বিক্রি-বাট্টায় ভাঁটা পড়েছে।

Gold Price Hike: ধরলেই ছ্য়াঁকা! দুদিনে ১১ হাজার টাকা বাড়ল দাম, কলকাতায় আজ সোনার দর কত?
ফাইল চিত্র।Image Credit source: Pixabay

|

Jan 15, 2026 | 9:28 AM

কলকাতা: সেই যে বছরের শুরু থেকে সোনার দাম বাড়া শুরু হয়েছিল, তা আর কমার নাম নেই। আজও বাড়ল সোনার দাম। গতকাল, মকর সংক্রান্তির দিনই এক ধাক্কায় প্রায় ১১ হাজার টাকা সোনার দাম বেড়েছিল। রুপোর দামও হু হু করে চড়ছে। আজও সেই ছবি বদলাল না। সোনা ও রুপো- দুই ধাতুরই দাম লাগামছাড়া হারে বৃদ্ধি পাওয়ায় দোকানে বিক্রি-বাট্টায় ভাঁটা পড়েছে। আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে কত খরচ পড়বে জেনে নিন-

২৪ ক্যারেট সোনার দাম-

আজ, ১৫ জানুয়ারি ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৪ হাজার ৪০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৪ লক্ষ ৪০ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

২২ ক্য়ারেট সোনার দাম-

২২ ক্যারেটের সোনার দামও বেড়েছে। আজ ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ২০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৩ লক্ষ ২০ হাজার ১০০ টাকা। ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ৮০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৮ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ৮০ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

রুপোর দাম-

আজ সোনার দাম যেমন বেড়েছে, তেমনই রুপোর দামও সামান্য বেড়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ২৯ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ২ লক্ষ ৯০ হাজার ১০০ টাকা।  রুপোর দামও ১০০ টাকা বেড়েছে।