Gold Price Today: লক্ষ্মীবারে জলের দর সোনার, এক ধাক্কায় ৪০০০ টাকা কমল সোনার দাম

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 08, 2023 | 12:35 PM

Gold Price Today: একধাক্কায় ৪০০ টাকা দাম কমেছে ২২ ক্যারেট সোনার। অন্যদিকে, সামান্য পরিবর্তন হয়েছে রুপোর দামেও।

Gold Price Today: লক্ষ্মীবারে জলের দর সোনার, এক ধাক্কায় ৪০০০ টাকা কমল সোনার দাম
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা:  মধ্যবিত্ত-উচ্চ মধ্যবিত্তদের জন্য সুখবর। এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম। লক্ষ্মীবারে কলকাতায় কমল সোনার দর। বিগত পাঁচদিনেরও বেশি সময় ধরে অপরিবর্তিত ছিল। আজ সেই দাম একধাক্কায় অনেকটা কমল। গতকাল যেখানে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার ৬০০ টাকা ছিল, আজ সেখানেই ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমে দাঁড়াল ৫৫,২০০ টাকা।  অর্থাৎ একধাক্কায় ৪০০ টাকা দাম কমেছে ২২ ক্যারেট সোনার। অন্যদিকে, সামান্য পরিবর্তন হয়েছে রুপোর দামেও। আপনার যদি গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজই গহনার দোকানে যেতে পারে।

৮ জুন, বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার দাম:

২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৫,৫২০ টাকা

২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম:  ৪৪,১৬০ টাকা

২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৫৫,২০০ টাকা

২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৫,৫২,০০০ টাকা

 ৭ জুন, মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৬০২২ টাকা

২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম: ৪৮,১৭৬ টাকা

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৬০,২২০ টাকা

২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৬,০২,২০০ টাকা

৭ জুন, মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দাম

১ গ্রাম রুপোর দাম- ৭৩.৪০ টাকা

৮ গ্রাম রুপোর দাম- ৫৮৭.২০ টাকা

১০ গ্রাম রুপোর দাম- ৭৩৪ টাকা

১০০ গ্রাম রুপোর দাম- ৭৩৪০ টাকা

১ কেজি রুপোর দাম: ৭৩,৪০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম-

বিগত এক মাসেরও বেশি সময় ধরে নিম্নমুখী ছিল সোনা-রুপোর দর। গত মাসের শেষ সপ্তাহেও কমেছিল সোনার দাম। যার ফলে বিক্রি-বাট্টাও বেশ বেড়েছে। একটানা পাঁচদিন ধরে অপরিবর্তিত ছিল সোনা-রুপোর দাম। আজ এক ধাক্কায় সেই দাম অনেকটাই কমে যায়।

গতকালের তুলনায় আজ বিশ্ব বাজারে দাম বেড়েছে স্পট গোল্ডের। আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ১৯৪৪.২৯ মার্কিন ডলার।

Next Article