কলকাতা: বৃহস্পতিবার ছিল জামাইষষ্ঠী। মেয়ে- জামাই বরণের জন্য অনেকেই সোনা-রুপোর গহনা উপহার দেন। তবে সকলেই তো আর সপ্তাহের মাঝে জামাইষষ্ঠীর ভূরিভোজ খেতে শ্বশুরবাড়িতে যেতে পারেননি,তারা উইকএন্ড পড়তেই রওনা দিচ্ছেন শ্বশুরবাড়ির উদ্দেশে। আপনিও যদি জামাইষষ্ঠীর পর জামাই আদর করতে চান, তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ জামাইষষ্ঠীর পরদিন আরও কমল সোনা-রুপোর দাম (Gold-Silver Price Today)। আজ কলকাতায় এক ধাক্কায় ১৫০০ টাকা কমল সোনার দাম। অন্য়দিকে, রুপোর দামও ১৫০ টাকা কমেছে।
সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৬৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৫২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৬৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৬,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৭১ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৫৬৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,৭১০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০৭,১০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭৩,০৫০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম:
জামাইষষ্ঠীতে মেয়ে-জামাইকে সোনার গয়না উপহার দিতে চাইলে এটাই সুবর্ণ সুযোগ। ১০০ গ্রাম সোনার দাম ১৫০০ টাকা কমেছে। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ১৫০ টাকা কমেছে।