Gold Price Today: মাসের শেষদিনে বড় লাফ সোনার দামে, সামান্য দর বাড়ল রুপোরও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 31, 2023 | 11:09 AM

Gold Price Today: চলতি সপ্তাহের সোমবার দাম অপরিবর্তিত থাকার পর গতকাল, মঙ্গলবার সামান্য কমেছিল সোনার দাম। কিন্তু আজ মাসের শেষদিনে হঠাৎ এক ধাক্কায় বেশ কিছুটা বাড়ল সোনার দাম।

Gold Price Today: মাসের শেষদিনে বড় লাফ সোনার দামে, সামান্য দর বাড়ল রুপোরও
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: মাসের শেষদিনে দাম বাড়ল সোনা-রুপোর (Gold-Silver Price)। বিগত এক সপ্তাহ ধরে ক্রমশ কমছিল সোনার দাম। ফলে বেশ খুশিই ছিল মধ্যবিত্ত-উচ্চ মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা। আর বিক্রিবাট্টা বাড়ায় মুখে হাসি ছিল স্বর্ণ ব্যবসায়ীদেরও। তবে মাসের শেষভাগে এসে স্লথ হয়েছিল সোনার দামের পরিবর্তন। চলতি সপ্তাহের সোমবার দাম অপরিবর্তিত থাকার পর গতকাল, মঙ্গলবার সামান্য কমেছিল সোনার দাম। কিন্তু আজ মাসের শেষদিনে হঠাৎ এক ধাক্কায় বেশ কিছুটা বাড়ল সোনার দাম। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে। রুপোর দামেও খুব সামান্য পরিবর্তন হয়েছে।

আজ, বুধবার সকাল ১০ টায় ২২ ক্যারেট সোনার দাম:

২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৫,৫৮৫ টাকা

২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম:  ৪৪,৬৮০ টাকা

২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৫৫,৮৫০ টাকা

২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৫,৫৮,৫০০ টাকা

২৪ ক্যারেট সোনার দাম

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৬,০৯৩ টাকা

২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম:  ৪৮,৭৪৪ টাকা

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৬০,৯৩০ টাকা

২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৬,০৯,৩০০

রুপোর দাম-

১ গ্রাম রুপোর দাম-৭২.৮০ টাকা

৮ গ্রাম রুপোর দাম-৫৮২.৪০ টাকা

১০ গ্রাম রুপোর দাম- ৭২৮ টাকা

১০০ গ্রাম রুপোর দাম- ৭,২৮০ টাকা

১ কেজি রুপোর দাম: ৭২,৮০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম:

বিগত ১০ দিনের মধ্যে ২২ ক্য়ারেট সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২২ মে-তে, সেই দিন ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার ২৯০ টাকা। রুপোর দামও সেইদিনই সর্বোচ্চ ছিল। ১০০ গ্রাম রুপোর দাম ছিল ৭৫০০ টাকা।

Next Article