Gold Price Today: সপ্তাহের শুরুতে সস্তা হল সোনা, একধাক্কায় দাম কমল হাজার টাকা, রুপোর দর আজ কত?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 12, 2023 | 11:13 AM

Gold Price Today: সোমবার ২২ ও ২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ১ হাজার টাকা কমল। গতকাল যেখানে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫ হাজার ৫০০ টাকা, সেখানেই আজ সোনার দাম কমে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪০০ টাকা।

Gold Price Today: সপ্তাহের শুরুতে সস্তা হল সোনা, একধাক্কায় দাম কমল হাজার টাকা, রুপোর দর আজ কত?
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: সপ্তাহের শুরুতেই ভাল খবর। এক ধাক্কায় বেশ অনেকটা কমল সোনার দাম (Gold Price)। জুন মাসের শুরু থেকেই নিম্নমুখী ছিল সোনার দাম। গত সপ্তাহ জুড়েই লাগাতার কমছিল সোনা-রুপোর দাম (Gold-Silver Price Today)। আজ, সপ্তাহের শুরুতেই ফের একবার কমল সোনার দাম। সোমবার ২২ ও ২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ১ হাজার টাকা কমল। গতকাল যেখানে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫ হাজার ৫০০ টাকা, সেখানেই আজ সোনার দাম কমে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪০০ টাকা। অন্য়দিকে, রুপোর দামও অনেকটা কমেছে। ১ কেজি রুপোর দাম ২০০ টাকা কমেছে। আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থকে, তবে আজকের দর জেনে নিন-

১২ জুন, সোমবার ২২ ক্যারেট সোনার দাম:

২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৫,৫৪০ টাকা

২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম:  ৪৪,৩২০ টাকা

২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৫৫,৪০০ টাকা

২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৫,৫৪,০০০ টাকা

 ৭ জুন, মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৬০৪৫ টাকা

২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম: ৪৮,৩৬০ টাকা

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৬০,৪৫০ টাকা

২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৬,০৪,৫০০ টাকা

৭ জুন, মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দাম

১ গ্রাম রুপোর দাম- ৭৪.৩০ টাকা

৮ গ্রাম রুপোর দাম- ৫৯৪.৪০ টাকা

১০ গ্রাম রুপোর দাম- ৭৪৩ টাকা

১০০ গ্রাম রুপোর দাম- ৭,৪৩০ টাকা

১ কেজি রুপোর দাম: ৭৪,৩০০ টাকা

Next Article