Gold Price Today: সোনায় সোহাগা, এক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে সোনা-রুপোর দাম, গহনা কেনার এটাই সুবর্ণ সুযোগ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 07, 2023 | 12:11 PM

Gold Price Today: আজ ফের অপরিবর্তিত রইল সোনার দাম। এই নিয়ে পরপর পাঁচদিন অপরিবর্তিত রইল সোনার দাম। বদল হয়নি রুপোর দামেও।

Gold Price Today: সোনায় সোহাগা, এক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে সোনা-রুপোর দাম, গহনা কেনার এটাই সুবর্ণ সুযোগ
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: সামনেই বাড়িতে বড় কোনও অনুষ্ঠান? রয়েছে গহনা কেনার পরিকল্পনা?  তবে সুবর্ণ সুযোগ এখনই। কারণ বিগত প্রায় এক সপ্তাহ ধরেই থমকে দাঁড়িয়ে সোনার দর (Gold Price Today)। হলুদ ধাতুর দরে এক টাকাও ওঠা-নামা হয়নি। আজ ফের অপরিবর্তিত রইল সোনার দাম। এই নিয়ে পরপর পাঁচদিন অপরিবর্তিত রইল সোনার দাম। বদল হয়নি রুপোর দামেও (Silver Price)। আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার ৩০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬০ হাজার ৩৩০ টাকা। বদল হয়নি রুপোর দামেও। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭,৩০০ টাকা।

৭ জুন, বুধবার ২২ ক্যারেট সোনার দাম:

২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৫,৫৩০ টাকা

২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম:  ৪৪,২৪০ টাকা

২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৫৫,৩০০ টাকা

২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৫,৫৩,০০০ টাকা

 ৭ জুন, মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৬,০৩৩ টাকা

২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম: ৪৮,২৬৪ টাকা

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৬০,৩৩০ টাকা

২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৬,০৩,৩০০ টাকা

৭ জুন, মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দাম

১ গ্রাম রুপোর দাম- ৭৩ টাকা

৮ গ্রাম রুপোর দাম- ৫৮৪ টাকা

১০ গ্রাম রুপোর দাম- ৭৩০ টাকা

১০০ গ্রাম রুপোর দাম- ৭,৩০০ টাকা

১ কেজি রুপোর দাম: ৭৩,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম-

বিগত এক মাসেরও বেশি সময় ধরে নিম্নমুখী ছিল সোনা-রুপোর দর। গত মাসের শেষ সপ্তাহেও কমেছিল সোনার দাম। যার ফলে বিক্রি-বাট্টাও বেশ বেড়েছে। একটানা পাঁচদিন ধরে অপরিবর্তিত রয়েছে সোনা-রুপোর দাম।

গতকালের তুলনায় আজ বিশ্ব বাজারে দাম কমেছে স্পট গোল্ডের। আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ১৯৬২.৭০ মার্কিন ডলার।

 

Next Article