
মধ্যবিত্তের জীবনে সোনার মূল্য অনেক। শুধুমাত্র তার আর্থিক মূল্য অনেক এমনটা নয়। সোনায় বিনিয়োগকে মধ্যবিত্ত মানুষজন সবচেয়ে নিরাপদ বলেও মনে করে। আর এটাও সত্যি, এই ধারণা রাখে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোও। ফলে, বিভিন্ন সময় যখন অর্থনীতি টলে যায়, তখনই সোনা কেনা বাড়িয়ে দেয় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।
কিন্তু বর্তমানে সোনার দাম বিভিন্ন কারণে বেশ ওঠাপড়ার মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছে। গত কয়েকদিনের সোনার দাম দেখলেই বোঝা যাবে সোনার দাম জুনের ৫ তারিখের পর কিছুটা কমলেও ফের বেড়েছে।
২৪ ক্যারেট সোনার দাম
আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩ হাজার ২৮০ টাকা। গতকালের তুলনায় ৯৯৩ টাকা বেড়েছে সোনার দাম। আর ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১০ হাজার ৩২৮ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
সোনার দোকানে গয়না কিনতে গেলে এই দামেই গয়না বিক্রি করে দোকানগুলো। আর সেই কারণেই এই দাম খুবই গুরুত্বপূর্ণ। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৯১০ টাকা বেড়ে হয়েছে ৯৪ হাজার ৬৭৪ টাকা। আর ১ গ্রাম গয়নার সোনার দাম পড়বে ৯ হাজার ৪৬৮ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম
দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৬১০ টাকা। আজ ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৭৩ হাজার ৮৫০ তাকা। আর ১ গ্রামের দাম হয়েছে ৭ হাজার ৩৮৫ টাকা।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।