Gold Price Today: এক ধাক্কায় ৭ হাজার টাকা কমে গেল সোনার দাম! আজ না কিনলে পস্তাতে হবেই গ্যারান্টি…

Gold-Silver in Kolkata: প্রায় ৯০ হাজারের গণ্ডিতে পৌঁছে গিয়েছিল সোনার দাম। তবে ভ্যালেন্টাইন ডে সামনে আসতোই সস্তা হয়ে গেল সোনা। এক ধাক্কায় ৭ হাজার টাকা কমে গেল সোনার দাম।

Gold Price Today: এক ধাক্কায় ৭ হাজার টাকা কমে গেল সোনার দাম! আজ না কিনলে পস্তাতে হবেই গ্যারান্টি...
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Feb 12, 2025 | 11:57 AM

কলকাতা: প্রেমের সপ্তাহে হু হু করে চড়ছিল সোনার দাম। প্রায় ৯০ হাজারের গণ্ডিতে পৌঁছে গিয়েছিল সোনার দাম। তবে ভ্যালেন্টাইন ডে সামনে আসতোই সস্তা হয়ে গেল সোনা। এক ধাক্কায় ৭ হাজার টাকা কমে গেল সোনার দাম। যাদের সামনে বিয়ে বা ভ্যালেন্টাইন ডে-তে প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে চান, তাদের জন্য আজকের দিনটা খুব ভাল। সস্তায় সোনা কেনার আজই সুবর্ণ সুযোগ।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৮৯৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯ হাজার ৪০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৯৪ হাজার টাকা। একদিনে ৭০০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৬৬৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৬ হাজার ৬৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৬৬ হাজার ৭০০ টাকা। একদিনে ৭১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৪৯৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৪ হাজার ৯৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৪৯ হাজার ৭০০ টাকা। একদিনে ৫ হাজার ৭০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার দাম কমলেও রুপোর দাম অপরিবর্তিত রয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৯৫০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯৯ হাজার ৫০০ টাকা।