Gold Price Today: বিয়ের ফুলে ‘কাঁটা’ সোনার দাম, একধাক্কায় সাড়ে ৮ হাজার টাকা সস্তা হল প্ল্যাটিনাম

Gold-Silver-Platinum Price: টানা কয়েকদিন ধরে লাগাতার চড়ছে সোনার দাম। চলতি সপ্তাহেই তা রেকর্ড গড়েছে। তবে, বুধে সদয় মা লক্ষ্মী। আজ সামান্য কমল সোনার দাম। অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। তবে বিয়ের মরশুমে সবথেকে লাভজনক প্ল্যাটিনাম কেনা।

Gold Price Today: বিয়ের ফুলে কাঁটা সোনার দাম, একধাক্কায় সাড়ে ৮ হাজার টাকা সস্তা হল প্ল্যাটিনাম
প্রতীকী ছবি।

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 06, 2023 | 9:49 AM

কলকাতা: চারিদিকে ফুটছে বিয়ের ফুল। হাতে আর মাত্র কটা দিন। তারপরই চলতি বছরের বিয়ের মরশুম শেষ। এই কয়েকদিনেই লক্ষাধিক বিয়ে রয়েছে। আর বিয়ের মরশুমে স্বাভাবিকভাবেই ঊর্ধ্বমুখী সোনার দাম। টানা কয়েকদিন ধরে লাগাতার চড়ছে সোনার দাম। চলতি সপ্তাহেই তা রেকর্ড গড়েছে। তবে, বুধে সদয় মা লক্ষ্মী। আজ সামান্য কমল সোনার দাম। অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। তবে বিয়ের মরশুমে সবথেকে লাভজনক প্ল্যাটিনাম কেনা। কারণ একধাক্কায় ৮৫০০ টাকা কমেছে প্ল্যাটিনামের দাম।

সোনার দাম-

আজ ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭৮৪ টাকা। গতকাল এই দাম ছিল ৫৭৮৫ টাকা। অর্থাৎ ১ টাকা দাম কমেছে। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৮৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে আজ। ১০০ গ্রাম সোনার দামও ১০০ টাকা কমেছে। আজ ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা।

২৪ ক্যারেট সোনার দামও সামান্য কমেছে। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ১০০ টাকা, যা গতকালের তুলনায় ১০ টাকা কম। ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬ লক্ষ ৩১ হাজার টাকা। মাত্র ১০০টাকা কমেছে দাম।

রুপোর দাম-

আজ, ৬ ডিসেম্বর অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৮৫০ টাকা। ১ কেজি রুপোর দাম ৭৮ হাজার ৫০০ টাকা।

প্ল্যাটিনামের দাম-

আজ, ১০ গ্রাম প্ল্যাটিনামের দাম রয়েছে ২৪ হাজার ৯০ টাকা। গতকালের তুলনায় আজ ৮৫০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম প্ল্যাটিনামের দাম আজ রয়েছে ২ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ৮৫০০ টাকা কমেছে প্ল্যাটিনামের দাম।