কলকাতা : শনিবার ফের দাম কমল সোনার। বিগত কয়েকদিন ধরেই সোনার দামে ওঠা-নামা চোখে পড়ছে। গত দু’দিন পরপর বেড়েছিল সোনার দাম। তবে শনিবার কিছুটা স্বস্তি মিলল সোনার দামে। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩৫০ টাকা। সেখানে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমল ৩৭০ টাকা। তবে সোনার দামে পতন দেখা গেলেও রুপোর দাম ঊর্ধ্বমুখীই রয়েছে। এদিন ১ কেজি রুপোর দাম এক লাফে ৪,৮০০ টাকা বেড়েছে। গত একমাসে এদিন রুপোর দাম হয়েছে সর্বোচ্চ।
এমসিএক্স সূচকে এদিন সকাল ১১ টা অনুযায়ী সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৭৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,২০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৭৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৭,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২১০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৬৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,১০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২১,০০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৭,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
এদিন এক লাফে অনেকটা দাম বেড়েছে রুপোর। এক কেজি রুপোর বাটের দাম বেড়েছে ৪,৮০০ টাকা। গত এক মাসে এই প্রথম এত বেশি দাম বাড়ল রুপোর। গত এক মাসে এদিন সর্বোচ্চ রয়েছে রুপোর দাম। কিন্তু রুপোর এতটা দাম বাড়লেও এদিন সোনার দাম কিছুটা কমেছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৫০ টাকা কমে হয়েছে ৪৭,৭৫০ টাকা।
এদিন বিশ্ববাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৮৫১.১৫ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
শনিবার দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের। এদিন টাইটানের শেয়ারের দাম হয়েছে ২,২০৪.৩০ টাকা। এদিকে পিসি জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ২২.৯৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৬০.৪৫ টাকা।