Gold Price Today: একধাক্কায় লাফিয়ে বাড়ল সোনার দাম! বিনিয়োগ করছেন তো?

Gold-Silver Price Hike: অনেক বিশেষজ্ঞই মনে করছেন সোনায় একটা বুদবুদ তৈরি হয়েছে। আর সেই বুদবুদ যে কোনও সময় ফাটলেই এক ধাক্কায় হুড়মুড়িয়ে পড়বে সোনার দাম। কিন্তু সোনার দাম কত বেড়েছে? কলকাতার বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬৬০ টাকা।

Gold Price Today: একধাক্কায় লাফিয়ে বাড়ল সোনার দাম! বিনিয়োগ করছেন তো?
সোনার দাম বাড়ল লাফিয়ে!Image Credit source: Getty Images

Dec 17, 2025 | 5:43 PM

সোনার দাম এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে অনেক বিশেষজ্ঞই মনে করছেন সোনায় একটা বুদবুদ তৈরি হয়েছে। আর সেই বুদবুদ যে কোনও সময় ফাটলেই এক ধাক্কায় হুড়মুড়িয়ে পড়বে সোনার দাম। কিন্তু সোনার দাম কত বেড়েছে? কলকাতার বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬৬০ টাকা। সোনার দাম কত হয়েছে, দেখে নিন এক ঝলকে।

২৪ ক্যারেট সোনার দাম

১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬৬০ টাকা। বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৬১০ টাকা। এ ছাড়াও মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার টাকা।

২২ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে ২২ ক্যারেট গয়নার সোনারও। ১০ গ্রামের দাম ৬০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৩০০ টাকায়। ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১২ হাজার ৩৩০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। ১০ গ্রামের দামে ৫০০ টাকার বৃদ্ধি দেখা গিয়েছে। দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৬০ টাকায়। ১ গ্রামের দাম হয়েছে ১০ হাজার ৯৬ টাকা।

রুপোর দাম

রুপোর দামও বেড়েছে। ১ কেজি রুপোর দাম বেড়েছে প্রায় ৮ হাজার ৯০০ টাকা। বর্তমানে ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৮ হাজার টাকা।

  • কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
  • বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।