Gold Price Today: হাসি মিলিয়ে যাচ্ছে মধ্যবিত্তের, ধীরে ধীরে বাড়ছে সোনার দাম!

Gold Price Hike: ফের গোঁত্তা খেয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম। দাম কিছুটা কমায় যে হাসি ফুটেছিল মধ্যবিত্তের মুখে, এবার তাও মিলিয়ে যাওয়ার পথে।

Gold Price Today: হাসি মিলিয়ে যাচ্ছে মধ্যবিত্তের, ধীরে ধীরে বাড়ছে সোনার দাম!
Image Credit source: brightstars/E+/Getty Images

Jul 02, 2025 | 3:09 PM

আমেরিকার অর্থনৈতিক বিশেষজ্ঞ ম্যাক্স লেটন ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ৭৫ হাজারে নামতে পারে সোনার দাম। তারপর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমতে ধীরে ধীরে নামা শুরু করেছিল সোনার দাম। কিন্তু, তারপর জুলাই মাস পড়তেই উলটপুরান। ফের গোঁত্তা খেয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম। দাম কিছুটা কমায় যে হাসি ফুটেছিল মধ্যবিত্তের মুখে, এবার তাও মিলিয়ে যাওয়ার পথে।

২৪ ক্যারেট সোনার দাম

আজ ২ জুলাই কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪৯০ টাকা। দাম হয়েছে ৯৮ হাজার ৯৬০ টাকা। ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৯ হাজার ৮৯৬ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে ২২ ক্যারেট গয়নার সোনারও। ১০ গ্রামের দাম ৪৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৬৫০ টাকায়। ১ গ্রামের দাম হয়েছে ৯ হাজার ৬৫ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম

প্রতি ১০ গ্রামে ৩৭০ টাকা দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। ১০ গ্রামের দাম হোয়েছে ৭৪ হাজার ২২০ টাকা। ১ গ্রামের দাম হয়েছে ৭ হাজার ৪২২ টাকা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।