Gold Price Today: দীপাবলীর আগেই দাম কমল সোনার,৮৩৩০ টাকা সস্তা সোনালি ধাতু

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Oct 29, 2021 | 1:57 PM

গত বছর অক্টোবর মাসে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬,২০০ টাকা। যা সোনার দামের সর্বোচ্চ স্তর। আজ ডিসেম্বর মাসের সোনা এমসিএক্সে প্রতি ১০ গ্রাম ৪৭,৮৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ সোনা এখনও প্রায় ৮৩৩২ টাকা সস্তায় বিক্রি হচ্ছে

Gold Price Today: দীপাবলীর আগেই দাম কমল সোনার,৮৩৩০ টাকা সস্তা সোনালি ধাতু
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: দীপাবলীর আগে সোনা-রুপোর দাম দ্রুত ওঠানামা করতে দেখা যাচ্ছে। মাল্টি কোমোডিটি এক্সচেঞ্জে আজ ডিসেম্বর মাসের সোনার দাম ০.১৯ শতাংশ কমেছে। অন্যদিকে রুপোর দামও কমেছে ০.৪৪ শতাংশ। গত বছর অক্টোবর মাসে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬,২০০ টাকা। যা সোনার দামের সর্বোচ্চ স্তর। আজ ডিসেম্বর মাসের সোনা এমসিএক্সে প্রতি ১০ গ্রাম ৪৭,৮৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ সোনা এখনও প্রায় ৮৩৩২ টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

কলকাতার সোনা-রুপোর দর

কলকাতায় সোনার দাম আজ সামান্য কমেছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ টাকা কমে হয়েছে ৪,৭৩৪ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনা ৮ টাকা কমে হয়েছে ৩৭,৮৭২ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ১০ টাকা এবং ১০০ টাকা কমে ৪৭,৩৪০ টাকা এবং ৪,৭৩,৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫,০০৪ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৪০,০৩২ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৫০,০৪০ টাকা এবং ৫,০০,৪০০ টাকা।

শেয়ার বাজারে সোনা-রুপোর দর

সোনার দাম আজ শেয়ার বাজারে সামান্য বেড়েছে। এদিন কমোডিটির (MCX) বাজারে ডিসেম্বর মাসের সোনার দাম ০.১৩ শতাংশ অর্থাৎ ৯৩ টাকা কমে হয়েছে ৪৭,৮৬৮.০০ টাকা। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন -০.৬৫ শতাংশ অর্থাৎ ৪২১ টাকা কমে হয়েছে ৬৪,৫১০ টাকা।

জুয়েলারি শেয়ার হালহকিকত

সোনা-রুপোর দাম এদিন অনেকটাই কমেছে জুয়েলারি মার্কেটের শেয়ারে। আজ টাইটান কোম্পানির শেয়ারের দাম .৫২ শতাংশ বেড়ে হয়েছে ২,৩৮২.০০ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম -০.২১ শতাংশ কমে হয়েছে ৬৩৫.৭৫ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম -৭.১৪ শতাংশ কমে হয়েছে ৫৭৫.১০ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম ০.৫২ শতাংশ বেড়ে হয়েছে ৭৬.৮৫ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম -৪.১২ শতাংশ কমে হয়েছে ৯৮৭.১৫ টাকা।

বিশ্বে সোনা-রুপোর বাজার

বিশ্ববাজারেও আজ সোনার দাম কমেছে। পাশাপাশি কমেছে রুপোর দাম। এদিন বিশ্ববাজারে সোনার দাম -০.২৫ শতাংশ অর্থাৎ ৪.৫২ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৯৫.৩৪ ডলার। অন্যদিকে রুপোর দামও -০.৬৯ শতাংশ অর্থাৎ -০.১৭ সেন্ট কমে হয়েছে ২৩.৯১ ডলার প্রতি আউন্স।

সোনার মিউচুয়াল ফান্ড

এদিনও মিউচুয়াল ফান্ডের দাম কমবেশি বাড়তে দেখা গিয়েছে। এদিন অ্যক্সিস গোল্ড ইটিএফ- এর দাম ৪১.৪৩ টাকা। বিড়লা গোল্ড ইটিএফ-এর দাম এখনও পর্যন্ত হয়েছে ৪,৩৮৫.০০ টাকা। গোল্ড বিইএএস (Gold BeES) দাম -০.৩১ শতাংশ কমে হয়েছে ৪১.৪৫ টাকা। এছাড়াও এইচডিএফসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফ এর দাম যথাক্রমে ০.০৯ শতাংশ বেড়ে এবং -০.৩৩ শতাংশ কমে হয়েছে ৪২.৫৪ টাকা ও ৪২.৫৩ টাকা।

আরও পড়ুন: Petrol Price Today: কলকাতায় পেট্রোল নটআউট ১০৯, ব্যাট চালাচ্ছে ডিজেলও

Next Article