Gold Price Today: দীপাবলির আগেই তিন হাজারি বোনাস, দাম কমল সোনার

Gold Price Today: এফডিএফসি সিকিউরিটিজের সিনিয়র অ্যানালিস্ট তপন প্যাটেল বলেছেন, আজ কমেক্সে সোনার দাম ০.৯৩ শতাংশ কমেছে। আন্তর্জাতিক বাজার থেকে পাওয়া সংকেত অনুযায়ী সোনার দাম কমেছে। অন্যদিকে মার্কিন বল্ড ইয়ল্ডের দাম বাড়ায় এবং ডলারের চাহিদা বাড়ার কারণেও সোনার দাম কম হয়েছে।

Gold Price Today: দীপাবলির আগেই তিন হাজারি বোনাস, দাম কমল সোনার
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2021 | 4:00 PM

কলকাতা: দীপাবলির আগেই পড়ল সোনার দাম। আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম অনেকটাই পড়েছে। ১০ গ্রাম সোনার দাম আজ ০.৯৩ শতাংশ কমেছে। এদিন সোনা ৪৪৮ টাকা সস্তা চলছে। পাশাপাশি ১০ গ্রাম সোনার দাম এদিন হয়েছে ৪৭,৫১৩ টাকা। এদিন রুপোর দামও কমেছে অনেকটাই। আজ রুপোর দাম ০.০৪ শতাংশ কম হয়ে প্রতি কেজির দাম হয়েছে ৬৩,২০০ টাকা।

৩০০ টাকা সস্তা সোনার দাম

প্রসঙ্গত গত বছর দীপাবলির সম. সোনার দাম ছিল প্রতি গ্রাম ৫০,৬২৫ টাকা। অন্যদিকে আজ সোনার দাম রয়েছে ৪৭,৫১৩ টাকা। ফলে এখনও সর্বোচ্চ স্তর থেকে সোনা ৩০০০ টাকা সস্তা রয়েছে। আগামী কাল সারা দেশে পালিত হবে দীপাবলির উৎসব। এদিন সোনা-রুপো কেনা শুভ বলে মনে করা হয়। এদিন বেশিরভাগ ভারতীয়রাই সোনা কেনেন। ফলে যদি আপনিও সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এটাই সঠিক সময়, কারণ আজ সোনার দাম অনেকটাই কমেছে। ফলে আজ আপনি সস্তায় সোনা কিনতে পারেন।

এফডিএফসি সিকিউরিটিজের সিনিয়র অ্যানালিস্ট তপন প্যাটেল বলেছেন, আজ কমেক্সে সোনার দাম ০.৯৩ শতাংশ কমেছে। আন্তর্জাতিক বাজার থেকে পাওয়া সংকেত অনুযায়ী সোনার দাম কমেছে। অন্যদিকে মার্কিন বল্ড ইয়ল্ডের দাম বাড়ায় এবং ডলারের চাহিদা বাড়ার কারণেও সোনার দাম কম হয়েছে।

কলকাতায় আজ সোনা রুপোর দর

এদিন কলকাতায় সোনার দাম অনেকটাই কমেছে। আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ২০ টাকা কমে হয়েছে ৪,৭১০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম সোনার দাম ১৬০ টাকা কমে হয়েছে ৩৭,৬৮০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ২০০ টাকা এবং ২০০০ টাকা কমে হয়েছে ৪৭,১০০ টাকা এবং ৪,৭১,০০০ টাকা।

এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ২০ টাকা কমে হয়েছে ৪,৯৯০ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৬০ টাকা কমে হয়েছে ৩৯,৯২০ টাকা। ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ২০০ টাকা এবং ২০০০ টাকা কমে হয়েছে ৪৯,৯০০ টাকা এবং ৪,৯৯,০০০ টাকা।

বিশ্ববাজারে সোনা রুপোর দাম

এদিন বিশ্ববাজারে সোনার দাম -০.৩২ শতাংশ অর্থাৎ ৫.৭৭ ডলার কমে হয়েছে ১,৭৮১.৫৭ ডলার। এবং রুপোর দাম ০.১০ শতাংশ অর্থাৎ ০.০২ সেন্ট কমে হয়েছে ২৩.৫৫ ডলার।

সোনার মিউচাল ফান্ড

এদিনও মিউচুয়াল ফান্ডের দাম কমতে দেখা গিয়েছে। এদিন অ্যক্সিস গোল্ড ইটিএফ- এর দাম -০.৯৪ শতাংশ কমে হয়েছে ৪১.১২ টাকা। বিড়লা গোল্ড ইটিএফ-এর দাম এদিন -০.৬২ শতাংশ কমে হয়েছে ৪,৩৪৫.০০ টাকা। গোল্ড বিইএএস (Gold BeES) দাম -০.৮৯ শতাংশ কমে হয়েছে ৪১.১০ টাকা। এছাড়াও এইচডিএফসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফ এর দাম যথাক্রমে -০.৮৫ শতাংশ এবং -০.৯৯ শতাংশ কমে হয়েছে ৪২.২৩ টাকা ও ৪২.১০ টাকা।

আরও পড়ুন: Petrol Price Today: দাম না বাড়লেও সর্বোচ্চ স্তরে তরল সোনা, বাড়ছে সাধারণ মানুষের জ্বালা