Petrol Price Today: দাম না বাড়লেও সর্বোচ্চ স্তরে তরল সোনা, বাড়ছে সাধারণ মানুষের জ্বালা
Petrol Price Today: কেন্দ্রীয় সরকারের বক্তব্য তারা জ্বালানি তেলকে এক কর ব্যবস্থা অর্থাৎ জিএসটির আওতায় আনতে চায়, যাতে জ্বালানি তেলের দাম কমানো যেতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ সহ দেশের বেশকিছু রাজ্য এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে সহমত না হওয়ায় তা করা যায়নি। বর্তামানে দেশের বেশকিছু শহরে পেট্রোলের দাম ১২০ টাকা প্রতি লিটারেও পৌঁছেছে।
কলকাতা: ভারতীয় শেয়ার বাজারের মতো দেশের পেট্রোল-ডিজেলের দামও সর্বকালীন উচ্চতায় রয়েছে। তবে শেয়ার বাজারেও মাঝে মাঝে উন্নতি ঘটেছে কিন্তু পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে ক্রমাগত। জ্বালানি তেলের দাম কমার অপেক্ষা শেষই হচ্ছে না। আজ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১১০.৪৯ টাকা, অন্যদিকে পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.৫৬ টাকা। আজ পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়নি। তবে গত কয়েকদিন ধরে ক্রমাগত বেড়েছে পেট্রোল ডিজেলের দাম।
প্রসঙ্গত শুধুমাত্র অক্টোবর মাসেই পেট্রোল ডিজেলের দাম বেড়েছে ২৫ দিনের বেশি। প্রতিদিনই প্রায় ৩০ থেকে ৩৫ পয়সা করে বেড়ে পেট্রোলের দাম গত এক মাসে বেড়েছে ৭.৪৫ টাকা। অন্যদিকে গত এক মাসে ডিজেলের দাম বেড়েছে ৭.৯০ টাকা।
দেশের চার মহানগরে পেট্রোলের দাম
রাজধানী দিল্লিতে আজ পেট্রোলের দাম ১১০.০৪ টাকা প্রতি লিটার, অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটার ৯৮.৪২ টাকা। দেশের অর্থনৈতিক রাজধানী বলে পরিচিত পেট্রোলের দাম প্রতি লিটার ১১৫.৮৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০৬.৬২ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.৬৬ টাকা এবং ডিজেলের দাম ১০২.৫৯ টাকা প্রতি লিটার।
প্রসঙ্গত জ্বালানি তেলের এই নিয়মিত মূল্যবৃদ্ধির কারণ আন্তর্জাতিক বাজারে অরিশোধিত তেলের দাম বাড়ার পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য সরকারের আবগারি শুল্ক। পেট্রোল এবং ডিজেল এই দুই জ্বালানির উপর কেন্দ্র এবং রাজ্য সরকার আলাদা আলাদা কর আদায় করে। যদিও কেন্দ্রীয় সরকারের বক্তব্য তারা জ্বালানি তেলকে এক কর ব্যবস্থা অর্থাৎ জিএসটির আওতায় আনতে চায়, যাতে জ্বালানি তেলের দাম কমানো যেতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ সহ দেশের বেশকিছু রাজ্য এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে সহমত না হওয়ায় তা করা যায়নি। বর্তামানে দেশের বেশকিছু শহরে পেট্রোলের দাম ১২০ টাকা প্রতি লিটারেও পৌঁছেছে। বর্তমানে দেশের প্রতিটি রাজ্যেই পেট্রোল এবং ডিজেলের দাম সর্বকালীন উচ্চতায় রয়েছে। এবং ২০২০-২১ অর্থ বছরে এই দুই জ্বালানি পণ্যের শুল্ক আদায়ের ক্ষেত্রে কেন্দ্রের আয় বেড়েছে ৩৩ শতাংশ।
পেট্রোলিয়াম পণ্য থেকে কেন্দ্রীয় সরকারের আয় বাড়লেও জ্বালা বেড়েছে সাধারণ মানুষের। পেট্রোল ডিজেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহণের দামও, যার ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে বেশ কয়েকগুন। ফলে সরকারের আয় বৃদ্ধি হলেও টান পড়েছে সাধারণ মানুষের পকেটে।
আরও পড়ুন: Fire Accident: আচমকা দাউ দাউ করে জ্বলে উঠল চিপস কারখানা, কালো ধোঁয়ায় ভরল জাতীয় সড়ক!