Pahalgam attack: মধ্যরাতে ডাক পড়ল পাক কূটনীতিকের, ৭ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
Pahalgam attack: ইতিমধ্যেই বৈসরনের ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে ফরেনসিক টিম। তদন্ত শুরু করে দিয়েছে এনআইএ। গোটা এলাকার ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছে। সমস্ত পর্যটককে পহেলগাঁওয়ের বাইরে বার করে দেওয়া হয়েছে। নতুন করে বুকিং যাঁদের ছিল, তা বাতিল করা হয়েছে।

শ্রীনগর: গণহত্যা, নৃশংসতা, বিভৎসতার পর এখনও থমথমে পহেলগাঁও। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকা। জায়গায় জায়গায় নাকা চেকিং চালাচ্ছে সেনা-সিআরপিএফ। ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিককে। এএনআই-এর প্রতিবেদন অনুসারে, বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় ভারতে থাকা পাক কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে। পাক দূতাবাসে রয়েছেন প্রতিরক্ষা, নৌ ও বায়ুসেনা উপদেষ্টারা। সূত্রের খবর, তিন উপদেষ্টাকেই ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসাবে ঘোষণা করেছে দিল্লি। স্বাভাবিকভাবেই এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিকরা।
মঙ্গলবার নয়া দিল্লিতে ধাপে ধাপে বৈঠক হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে একগুচ্ছ সিদ্ধান্তের কথা বলা হয়েছে, যেখানে কার্যত ভারত পাকিস্তান সীমান্ত বন্ধ হতে চলেছে, তেমনই ইঙ্গিত মিলেছে। আর্টারি বর্ডার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতে যে সমস্ত পাক নাগরিকরা ভিসা নিয়ে রয়েছেন, তাঁদেরকেও ফেরত যেতে বলা হয়েছে। পাক দূতাবাসের আধিকারিকদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে, নয়া দিল্লি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের স্টাফ স্ট্রেন্থও কমিয়ে দেওয়া হয়েছে। প্রতি মুহূর্তে নজর রাখা হয়েছে ইসলামাবাদের দিকেও।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর তরফ থেকেও একটি বৈঠক ডাকা হয়েছে। সেটি মূলত পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠক। ভারত যা সিদ্ধান্ত নিয়েছে, তাতে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কেবল নয়, অর্থনৈতিক বিষয়টিও সরাসরিভাবে ধাক্কা খাবে। সেই বিষয়টিকে কীভাবে মোকাবিলা করা যায়, তার রূপরেখা তৈরি করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠক ডেকেছেন।
ইতিমধ্যেই বৈসরনের ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে ফরেনসিক টিম। তদন্ত শুরু করে দিয়েছে এনআইএ। গোটা এলাকার ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছে। সমস্ত পর্যটককে পহেলগাঁওয়ের বাইরে বার করে দেওয়া হয়েছে। নতুন করে বুকিং যাঁদের ছিল, তা বাতিল করা হয়েছে।

