Kashmir: কাশ্মীরে ফের জঙ্গিদের গুলি, ‘সার্চিং অপারেশনের’ সময় শহিদ জওয়ান
Kashmir: মূলত, ডুডু-বসন্তগড়ের এই এলাকা জঙ্গলে ঘেরা। চারিদিকে ঘন জঙ্গল হওয়ার কারণে জঙ্গিরা কোথায় লুকিয়ে থাকছে তার খোঁজ পাওয়া মুশকিল। সেনা সূত্রে খবর, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার এই অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী।

কাশ্মীর: ‘কাউকে রেয়াত করা হবে না’, এই বার্তা আগেই দিয়েছিল ভারত। বুধবার সকালে বারামুল্লার উরিতে অনুপ্রবেশের সময় দুই পাক জঙ্গিকে এনকাউন্টার করে সেনা। আর এবার উধমপুরের ডুডু-বসন্তগড়ে চলছে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই। জানা যাচ্ছে, জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ান।
মূলত, ডুডু-বসন্তগড়ের এই এলাকা জঙ্গলে ঘেরা। চারিদিকে ঘন জঙ্গল হওয়ার কারণে জঙ্গিরা কোথায় লুকিয়ে থাকছে তার খোঁজ পাওয়া মুশকিল। সেনা সূত্রে খবর, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার এই অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। প্রাথমিক তথ্য অনুযায়ী,ওই এলাকায় কমপক্ষে দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানতে পারেন গোয়েন্দারা।
এরপর আজ সার্চ অপারেশন চলাকালীন জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সেই সময় পাল্টা প্রত্যাঘাত করতে শুরু করে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে নিয়েছেন নিরাপত্তাবাহিনীর অধিকারিকরা। জানা যাচ্ছে, এক জঙ্গিকে এনকাউন্টার করা হয়েছে। তবে এখনও আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, গুলির লড়াই শহিদ হয়েছেন এক জওয়ান। যার জেরে উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। বস্তুত, কাশ্মীরের পহেলগাঁওয়ে ছাব্বিশজন পর্যটককে নির্মমভাবে গুলি করে খুনের ঘটনার পর থেকে জঙ্গি খতমে নেমেছে সেনা। লাগাতার সেনা-জঙ্গির গুলির লড়াই চলছে সেখানে। বুধবার পহেলগাঁও থেকে ষাট কিলোমিটার দূরে কুলগাম জেলার তাংমার্গে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়েছিল।

