Gold Price: আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দাম? এখন কিনবেন না কদিন অপেক্ষা করবেন?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 08, 2023 | 8:35 AM

Gold Rate and Silver Rate in Kolkata: সোনা কিনবেন বা সোনায় লগ্নি করবেন কখন? আজকের দিনটি কি তার জন্য উপযুক্ত সময়? আজ কলকাতায় কত দাম যাচ্ছে সোনার? সোনা কেনা বা সোনায় লগ্নি করার আগে, আসুন জেনে নেওয়া যাক।

Gold Price: আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দাম? এখন কিনবেন না কদিন অপেক্ষা করবেন?
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: সোনার দাম ধারাবাহিকভাবে ওঠানামা করে। বাজারের প্রকৃতির উপর নির্ভর করে সোনার দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতি এবং বিয়ের মরসুমের চাহিদার জেরে, অনেকটাই বেড়েছে হলুদ ধাতুর দাম। অনেকেই সোনায় লগ্নি করতে চান, বিশেষ করে এখন আন্তর্জাতিক বাজারে ডলারের দাম পড়ে যাওয়াতে অনেকেই সোনায় লগ্নি করতে চাইছেন। তাছাড়া, বিয়ে বা অন্যান্য প্রয়োজনেও সোনা কিনতে চান অনেকে। কিন্তু সোনা কিনবেন বা সোনায় লগ্নি করবেন কখন? আজকের দিনটি কি তার জন্য উপযুক্ত সময়? আজ কলকাতায় কত দাম যাচ্ছে সোনার? সোনা কেনা বা সোনায় লগ্নি করার আগে, আসুন জেনে নেওয়া যাক –

সাম্প্রতিকতম তথ্য অনুসারে, শুক্রবার (৮ ডিসেম্বর), কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি ৫,৭৫৫ টাকা। আর ২৪-ক্যারেট সোনার মূল্য গ্রাম প্রতি ৬,২৭৮ টাকা। বৃহস্পতিবারও কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম একই ছিল। অর্থাৎ, এদিন সোনার দামে কোনও বদল ঘটেনি। বদল ঘটেনি রুপোর দামেও। কলকাতায় শুক্রবার প্রতি গ্রাম রুপোর দাম রয়েছে ৭৮.২ টাকা।

অনেকেই মনে করছেন, বছর শেষে বিয়ের মরশুম বলেই সোনার এত চড়া দাম চলছে। নতুন বছরে আবার কিছুটা হলেও সাধ্যের মধ্যে আসবে সোনার দাম। কিন্তু সে গুড়ে বালি। বাজার বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালে আরও বাড়তে পারে সোনার দাম। স্বর্ণ ব্যবসায়ী ও বাজার বিশেষজ্ঞ – দুই পক্ষই একই দাবি করছেন। আর রাশিয়া-ইউক্রেন বা ইজরায়েল-হামাসের মতো আরও কোনও বড় যুদ্ধ বাধলে তো আরোই বাড়তে পারে সোনার দাম। সোনায় লগ্নি সবসময়ই লাভজনক। আর এখন তো অদূর ভবিষ্যতে সোনার দাম আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কাজেই এখন সোনায় লগ্নি করা যেতেই পারে বলে মনে করছেন বিনিয়োগ বিশেষজ্ঞরা।

Next Article