Gold Price: এটাই কেনার সেরা সুযোগ, বিয়ের মরশুমে থমকে সোনা-রুপো-প্ল্যাটিনামের দাম

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 12, 2024 | 9:30 AM

Gold Price Silver and Platinum price: ভারতীয় বিয়ে কি সোনা ছাড়া চলে? স্ত্রীধন তো লাগবেই। বিপদের দিনে, বিয়েতে পাওয়া সোনাই তো অনেক পরিবারকে রক্ষা করে। যদি বিয়ের জন্য সোনা কিনতে চান, আজই চলে যেতে পারেন দোকানে। বদল ঘটেনি রুপোর দামেও। অপরিবর্তিত রয়েছে আরেক মূল্যবান ধাতু প্ল্যাটিনামেরও।

Gold Price: এটাই কেনার সেরা সুযোগ, বিয়ের মরশুমে থমকে সোনা-রুপো-প্ল্যাটিনামের দাম
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: সোনা কিনতে চাইলে এখনই যেতে পারেন দোকানে। বিয়ের মরশুম চলছে। বস্তুত, শুক্রবারও বিয়ের লগ্ন রয়েছে। আর ভারতীয় বিয়ে কি সোনা ছাড়া চলে? স্ত্রীধন তো লাগবেই। বিপদের দিনে, বিয়েতে পাওয়া সোনাই তো অনেক পরিবারকে রক্ষা করে। যদি বিয়ের জন্য সোনা কিনতে চান, আজই চলে যেতে পারেন দোকানে। ২০২৪-এর পরবর্তী সময়ে কিন্তু সোনার দাম বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহের শুরুতে পরপর দুইদিন কমেছিল সোনার দাম। তারপর বৃহস্পতি-শুক্র – দুই দিন সোনার দাম অপরিবর্তিত রয়েছে। বদল ঘটেনি রুপোর দামেও। অপরিবর্তিত রয়েছে আরেক মূল্যবান ধাতু প্ল্যাটিনামেরও।

২২ ক্যারেটের সোনার দাম-

বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭,৬০০ টাকা। এদিনও তাই রয়েছে। ১০০ গ্রামের দাম পড়বে ৫,৭৭,০০০ টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ কলকাতায়, নিখাদ ও সবথেকে ভাল মানের সোনা, অর্থাৎ ২৪ ক্যারেটের সোনার ১০ গ্রামের দাম পড়বে ৬২,৮৩০ টাকা। বৃহস্পতিবারও একই দাম ছিল। এই খাদহীন সোনার ১০০ গ্রাম কিনতে গেরলে খরচ পড়বে ৬,২৮,৩০০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

হালকা ওজনের গয়না তৈরিতে ব্য়বহার করা হয় ১৮ ক্যারেটের সোনা। কলকাতায় আজ ১৮ ক্যারেটের সোনার দাম সামান্য বেড়েছে। বৃহস্পতিবার ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭,১২৭ টাকা। এদিন হয়েছে ৪৭,১৩০ টাকা। ১০০ গ্রাম কিনতে গেলে দাম পড়বে ৪,৭১,৩০০ টাকা।

রুপোর দাম-

১০ জানুয়ারি এক লাফে অনেকটা কমেছিল রুপোর দাম। তারপর থেকে আর বদলায়নি রুপোর দাম। এদিন কলকাতায় ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৭৬,০০০ টাকা।

প্ল্যাটিনামের দাম-

প্ল্যাটিনামের দামও আজ অপরিবর্তিত রয়েছে। গত কয়েকদিনে প্ল্যাটিনামের দাম অনেকটা কমেছিল। বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২৪,৫৫০ টাকা। এদিনও সেই দামই রয়েছে।

Next Article