AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price: দোলের আগে বেড়েই চলেছে সোনার দাম, পরিস্থিতি শোচনীয়, কত দর আজ কলকাতায়?

Gold, Silver and Platinum price: গত সপ্তাহে সোনার দামে যে প্রচণ্ড ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল, চলতি সপ্তাহে তা কিছুটা থিতিয়ে পড়েছে। তা সত্ত্বেও পরিস্থতি শোচনীয়। গত একমাসে প্রতি গ্রামে প্রায় ৫০০ টাকা বেড়েছে সোনার দাম। সোনার দামের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ে রুপোর দামও। কী অবস্থা প্ল্যাটিনামের?

Gold Price: দোলের আগে বেড়েই চলেছে সোনার দাম, পরিস্থিতি শোচনীয়, কত দর আজ কলকাতায়?
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Mar 15, 2024 | 10:10 AM
Share

কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে চড়চড় করে বাড়ছে সোনার দাম। তবে, গত সপ্তাহে সোনার দামে যে প্রচণ্ড ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল, চলতি সপ্তাহে তা কিছুটা থিতিয়ে পড়েছে। তা সত্ত্বেও পরিস্থতি শোচনীয়। গত একমাসে প্রতি গ্রামে প্রায় ৫০০ টাকা বেড়েছে সোনার দাম। সোনার দামের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ে রুপোর দামও। তবে, এদিন এক লাফে অনেকটাই কমেছে আরেক মূল্যবান ধাতু প্ল্যাটিনামের দাম। শুক্রবার (১৫ মার্চ), কলকাতায় এই তিন দামী ধাতুর কোনটার কী দাম রয়েছে? আসুন দেখে নেওয়া যাক –

২২ ক্যারেটের সোনার দাম-

বৃহস্পতিবার এক ধাক্কায় ২৫ টাকা (প্রতি গ্রামে) বেড়েছিল ২২ কেজি সোনার দাম। এদিন তার থেকে মাত্র ১ টাকা দাম বেড়েছে। ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম এদিন রয়েছে ৬,০৬১ টাকায়।

২৪ ক্য়ারেটের সোনার দাম-

১ টাকাই বেড়েছে ২৪ ক্যারেটের সোনার দামও। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ ৬,৬১২ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও ওই ১ টাকাই বেড়েছে। এদিন ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনা কিনতে গেলে খরচ হবে ৪,৯৫৯ টাকা।

রুপোর দাম-

দাম খুব বেশি বাড়েনি রুপোর, মাত্র ১০ পয়সা। ১ গ্রাম রুপোর দাম এদিন রয়েছে ৭৭.১ টাকা।

প্ল্যাটিনামের দাম-

সোনা ও রুপোর দামে খুব বেশি পরিবর্তন না ঘটলেও, এদিন অনেকটা দাম কমেছে প্ল্যাটিনামের। বৃহস্পতিবার, কলকাতায় প্রতি গ্রামে ৪৫ টাকা দাম বেড়েছিল। ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২,৪৯৮ টাকা। এদিন, তা ২৯ টাকা কমে হয়েছে ২,৪৬৯ টাকা।