Gold price: নিয়ন্ত্রণে সোনা-রুপোর দাম, খেল দেখাচ্ছে প্ল্যাটিনাম

Mar 08, 2024 | 9:31 AM

Gold price: বৃহস্পতিবারই এক ধাক্কায় অনেকটা বেড়েছিল সোনার দাম। এদিনও দামের ঊর্ধ্বগতি অব্যাহত। একই গতিতে বাড়ছে আরেক মূল্যবান ধাতু প্ল্যাটিনামের দামও। সাধারণভাবে দেখা যায়, সোনার দাম বাড়লে রুপোর দামও বেড়ে থাকে। এদিনও তার ব্যতিক্রম হয়নি।

Gold price: নিয়ন্ত্রণে সোনা-রুপোর দাম, খেল দেখাচ্ছে প্ল্যাটিনাম
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে চড়চড় করে বাড়ছে সোনার দাম। বৃহস্পতিবারই এক ধাক্কায় অনেকটা বেড়েছিল সোনার দাম। এদিনও দামের ঊর্ধ্বগতি অব্যাহত। একই গতিতে বাড়ছে আরেক মূল্যবান ধাতু প্ল্যাটিনামের দামও। সাধারণভাবে দেখা যায়, সোনার দাম বাড়লে রুপোর দামও বেড়ে থাকে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার (৮ মার্চ), কলকাতায় এই তিন দামী ধাতুর কোনটার কী দাম রয়েছে। বাজেটে কি কোনও বদল ঘটল সোনা-রুপো-প্ল্যাটিনামের দামে? আসুন দেখে নেওয়া যাক –

২২ ক্যারেটের সোনার দাম-

বৃহস্পকিবার এক ধাক্কায় ৪০ টাকা (প্রতি গ্রামে) বেড়েছিল ২২ কেজি সোনার দাম। এদিন মাত্র ১ টাকা বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম এদিন রয়েছে ৬,০১১ টাকা।

২৪ ক্য়ারেটের সোনার দাম-

১ টাকাই বেড়েছে ২৪ ক্যারেটের সোনার দামও। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ ৬,৫৫৭ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও ওই ১ টাকাই বেড়েছে। এদিন ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনা কিনতে গেলে খরচ হবে ৪,৯১৮ টাকা।

রুপোর দাম-

দাম খুব বেশি বাড়েনি রুপোর, মাত্র ১০ পয়সা। ১ গ্রাম রুপোর দাম এদিন রয়েছে ৭৫.১ টাকা।

প্ল্যাটিনামের দাম-

সোনা ও রুপোর দামে খুব বেশি পরিবর্তন না ঘটলেও, এদিন অনেকটা দাম বেড়েছে প্ল্যাটিনামের। বৃহস্পতিবার, কলকাতায় ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২,৪১৫ টাকা। এদিন, তা ২১ টাকা বেড়ে হয়েছে ২,৪৩৬ টাকা।

Next Article