
২০২৪ সালে সোনা ও রুপোয় বিনিয়োগের ক্ষেত্রে একাধিক কর সংস্কার ও শুল্ক হ্রাসের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সোনা ও রুপো সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলতে কাস্টমস ডিউটি ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করে দেয় কেন্দ্র। আর এর ফলে, দোকান থেকে কেনার পাশাপাশি ডিজিটাল সোনা কেনার আগ্রহও বাড়বে বলে মনে করছে কেন্দ্র।
অনেকেই সরাসরি সোনা বা রুপো কেনেন। আবার অনেকেই সোনা বা রুপো বিক্রি করা বেশ কঠিন বলে, ডিজিটাল মাধ্যমে এই দুই মূল্যবান ধাতু কেনেন। কারণ, ডিজিটাল মাধ্যমে ইটিএফ বা ফান্ড অফ ফান্ড কিনলে তা বিক্রি করা অনেকটাই সুবিধাজনক। কারণ শেয়ারের মতো বিভিন্ন ব্রোকারেজ ফার্মের মাধ্যমেই এই ইটিএফ কেনাবেচা করা যায়।
নতুন করের নিয়মে সোনা বা রুপোর ইটিএফ কেউ যদি কিনে ১২ মাসের মধ্যে বিক্রি করে দেয় তাহলে শর্ট-টার্ম ক্যাপিটাল গেনের উপর স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে ইটিএফে বিনিয়োগকারীকে। অন্যদিকে, ১২ মাসের বেশি সময়ের জন্য যদি ইটিএফ কিনে রাখা হয় তাহলে লংটার্ম গেনের উপর ১২.৫ শতাংশ কর প্রযোজ্য হবে।
অন্যদিকে, ফান্ড অফ ফান্ডসের (FoF) ক্ষেত্রে এই সময়টা ২৪ মাস। ২৪ মাসের কম সময়ের জন্য কোনও FoF-এ বিনিয়োগ করা হলে তা শর্ট-টার্ম গেন হিসাবে গণ্য হয়। আর ২৪ মাসের বেশি সময়ের জন্য বিনিয়োগ হয়ে থাকলে তা লংটার্ম গেন হিসাবে গণ্য হয়।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।