
নয়া দিল্লি: লাগামছাড়া সোনা-রুপো। সর্বকালের সব রেকর্ড ভেঙে দিল সোনা ও রুপোর দাম। আজ, এই প্রথমবার চার লাখের গণ্ডি পার করল রুপো। অন্যদিকে সোনারও রেকর্ড দাম বৃদ্ধি হয়েছে। আজ ১০ গ্রাম সোনার দামই ১ লক্ষ ৭৫ হাজার ৮৬৯ টাকায় পৌঁছেছে।
বৃহস্পতিবার বাজার খুলতেই চড়চড়িয়ে বাড়ে সোনা-রুপোর দাম। ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ লক্ষ ৭ হাজার ৪৫৬ টাকা প্রতি কেজিতে পৌঁছেছে সোনার দাম। অন্যদিকে, সোনার দামও ৬ শতাংশ বেড়েছে। বর্তমানে ১০ গ্রামের সোনার দাম পৌঁছেছে ১ লক্ষ ৭৫ হাজার ৮৬৯ টাকায়।
সোনা-রুপোর দামের এই ব্যাপক বৃদ্ধি হয়েছে আন্তর্জাতিক বাজারে দুই ধাতুরই মূল্যবৃদ্ধির পর। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫৬০০ ডলারে পৌঁছেছে। সেখানেই রুপোর প্রতি আউন্সে দাম ১২০ ডলার পার করেছে।
আজ কলকাতায় ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৭ হাজার ৮৮৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৮৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১৭ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকা।
আজ ২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৬ হাজার ৩৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১৬ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৩ হাজার ৪১৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বো ১ লক্ষ ৩৪ হাজার ১৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৩ লক্ষ ৪১ হাজার ৪০০ টাকা।