
একটা পূর্বাভাস আগেই ছিল। ধরতেরসের পর ধীরে ধীরে কমবে সোনার দাম। ইঙ্গিত ছিল এমনই। কিন্তু ধনতেরসের সময় থেকেই যে সোনার দামে পতন শুরু হয়েছে, সেই পতনে এখনও রাশ তানা যায়নি। ধনতেরসের ঠিক আগের দিন রাতে সোনার দাম ছিল সর্বোচ্চ। ধনতেরসের দিন সেই দামের শুরু হয় বিনিকিনি। পরবর্তীতে দেশের মাল্টি কমোডটি এক্সচেঞ্জ বা MCX-এ সোনার দাম ধীরে ধীরে কমতে থাকে।
দেশের জেম অ্যান্ড জুয়েলারি কাউন্সিলের চেয়ারম্যান এক সংবাদসংস্থাকে জানিয়েছেন ধনতেরস ও তার পরের দিন, অর্থাৎ অক্টোবরের ১৮ ও ১৯ তারিখ দেশে ৫০ থেকে ৬০ টন সোনা বিক্রি হয়েছে। যার বাজার মূল্য হতে পারে ৮৫ হাজার কোটি। অর্থাৎ, সোনা তার সর্বোচ্চ দাম ছুঁয়ে ফেলার পরও লোকের সোনা কেনায় ভাটা পড়েনি। এক বিশেষজ্ঞ আগেই জানিয়েছিলেন সোনার দাম নামতে পারে প্রায় ৭৭ হাজারের ঘরে।
ধনতেরসের সকালে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৩২ হাজার ৭৭০ টাকা। আর সেই দাম ২৩ অক্টোবর কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৮০ টাকা। অর্থাৎ, মাত্র ৬ দিনের ব্যবধানে সোনার দাম কমেছে ৭ হাজার ৬৯০ টাকা।
কিন্তু সোনার বিক্রি যখন তুঙ্গে তখন হঠাৎ দাম এমন দ্রুত কমছে কেন? বিশেষজ্ঞরা বলছেন, সোনার বিক্রি ভারতের বাজারে বাড়লেও বিনিয়োগকারীরা নিজেদের কাছে থাকা সোনা বিক্রি করা শুরু করে দিয়েছেন। আর সেই কারণেই বিশ্বজুড়ে দাম কমেছে সোনার। এ ছাড়াও হুড়মুড়িয়ে নামতে শুরু করেছে রুপোর দামও। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, রুপোর ক্ষেত্রে একটা বাবল তৈরি হয়েছে। আর এবার যেন সেই বাবল ফেটেছে। আর সেই কারণেই হয়তো এই ভাবে দাম কমছে রুপোর।
সোনার দাম আকাশছোঁয়া হওয়ায় ক্রেতাদের অভ্যাসে পরিবর্তন এসেছে। কামা জুয়েলারির এমডি কলিন শাহ বলেছেন, বাজারে এখন হালকা ওজনের জুয়েলারি ও ছোট জিনিস যেমন সোনার কয়েনের চাহিদা বেড়েছে। বিশেষ করে তরুণ ক্রেতারা কম ওজনের গয়না কিনছেন।
বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম হয়তো এই মুহূর্তে কিছুটা কমবে। যদিও আগামীতে সোনার দাম বাড়ার ইঙ্গিতই বেশি। অর্থাৎ, এই উৎসবের বাজারে সাময়িক পতন এলেও, দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য সোনা এখনও সুরক্ষার চাবিকাঠি।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।