
কলকাতা: দুর্গাপুজো শেষ। সামনে ধনতেরাস, দিপাবলী। সামনে আবার বিয়ের মরশুমও রয়েছে। স্বাভাবিকভাবেই এই সময়ে সোনার বিক্রিবাট্টা বেশ বাড়ে। তবে এবার চিত্রটা সম্পূর্ণ আলাদা। সোনার দোকানগুলো খাঁ খাঁ করছে। তার কারণ হু হু করে বেড়েই চলেছে সোনার দাম (Gold Price Hike)। গত বছরের তুলনায় এই বছরই সোনার দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। চলতি সপ্তাহেও একটানা দাম বেড়েই চলেছিল। আজ কিছুটা হলেও কমল সোনার দাম। তবে রুপোর দাম বেড়েছে। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে, দেখে নিন-
আজ, ১০ অক্টোবর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ২২৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২২ হাজার ২৯০ টাকা। একদিনে ১৮৬০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১২ লক্ষ ২২ হাজার ৯০০ টাকা। একদিনে ১৮ হাজার ৬০০ টাকা দাম কমেছে।
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ২১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১২ হাজার ১০০ টাকা। একদিনে ১৭০০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ২১ হাজার টাকা। একদিনে ১৭ হাজার টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ১৭২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯১ হাজার ৭২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ১৭ হাজার ২০০ টাকা। একদিনে ১৩ হাজার ৯০০ টাকা।
সোনার দাম কমলেও, রুপোর দাম কিন্তু বেড়েই চলেছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৭ হাজার টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৭০ হাজার টাকা। একদিনে ৩ হাজার টাকা দাম বেড়েছে।