Gold Price on 10 September: ২২ ক্যারেটের সোনাও লাখ টাকা! আজ কলকাতায় সোনার দাম জানলে চমকে যাবেন

Gold Silver Price in Kolkata on 10 September, 2025: হু হু করে চড়ছে হলুদ ধাতুর দাম। ২০২৫ সালের শুরুতে যেখানে সোনার দাম ছিল ৭৭ হাজার টাকা প্রতি ১০ গ্রামে, সেখানেই ৯ মাসে তা লাখের গণ্ডি পার করে গিয়েছে।

Gold Price on 10 September: ২২ ক্যারেটের সোনাও লাখ টাকা! আজ কলকাতায় সোনার দাম জানলে চমকে যাবেন
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 10, 2025 | 1:58 PM

কলকাতা: দুর্গাপুজোর মাস আসতেই বেলাগাম সোনার দাম। হু হু করে চড়ছে হলুদ ধাতুর দাম। ২০২৫ সালের শুরুতে যেখানে সোনার দাম (Gold Price) ছিল ৭৭ হাজার টাকা প্রতি ১০ গ্রামে, সেখানেই ৯ মাসে তা লাখের গণ্ডি পার করে গিয়েছে। ক্রেতাদের যেমন মাথায় হাত, তেমনই ব্যবসায় মন্দার আশঙ্কা করছেন স্বর্ণ ব্যবসায়ীরাও। আজ কোথায় গিয়ে দাঁড়াল সোনার দাম, জেনে নিন-

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ, ১০ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৫১ হাজার টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১০ হাজার ৫০৯ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৫ হাজার ৯০ টাকা। একদিনে ২১৯০ টাকা দাম বেড়েছে সোনার।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ১৩০ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ ১ হাজার ৩০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ১৩ হাজার টাকা। একদিনে ২০০০ টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ২৮৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮২ হাজার ৮৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়ছে ৮ লক্ষ ২৮ হাজার ৮০০ টাকা। একদিনে ১৬০০ টাকা  দাম বেড়েছে সোনার।

রুপোর দাম-

আজ সোনার দাম বাড়লেও, অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৩ হাজার টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকা।