Gold Price on 26 August: ২ দিনে সোনার দাম বাড়ল ১০ হাজার ৫০০ টাকা! উৎসবের আগে মাথায় হাত মধ্যবিত্তের!

Gold Silver Price in Kolkata on 26 August, 2025: ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম গত এক মাসে ১ লক্ষের নীচে একবারের জন্যও নামেনি। গতকাল ও আজ মিলিয়ে ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ১০ হাজার ৫০০ টাকা।

Gold Price on 26 August: ২ দিনে সোনার দাম বাড়ল ১০ হাজার ৫০০ টাকা! উৎসবের আগে মাথায় হাত মধ্যবিত্তের!
Image Credit source: Reggie Casagrande/Photographer's Choice RF/Getty Images

Aug 26, 2025 | 1:10 PM

গত কয়েক মাসে সোনার দাম হুড়মুড়িয়ে বাড়েনি। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রায় ২৪ শতাংশ বেড়েছিল সোনার দাম। যদিও সেই হিসাবে মে থেকে অগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত সোনার দাম বেড়েছে ৬ শতাংশেরও কম। ফলে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম গত এক মাসে ১ লক্ষের নীচে একবারের জন্যও নামেনি। গতকাল ও আজ মিলিয়ে ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ১০ হাজার ৫০০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম

১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় বেড়েছে ৫৫০ টাকা। আজ সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২ হাজার ১৩০ টাকা। ১ গ্রাম সোনার দাম হয়েছে ১০ হাজার ২১৩ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে গয়নার সোনারও। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ হাজার ৫৫০ টাকা। ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯ হাজার ৩৫৫ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। ১০ গ্রামের দাম বেড়েছে ৪১০ টাকা। আজ ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাঁড়িয়েছে ৭৬ হাজার ৬০০ টাকায়।

রুপোর দাম

কলকাতায় দাম সামান্য কমেছে রুপোর। ১ কেজি রুপোর দাম ১ হাজার টাকা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার টাকায়।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।