
কলকাতা: উৎসবের মরশুম এসে গেলেও, সোনার দামে রেহাই নেই। হু হু করে বেড়েই চলেছে সোনার দাম। ক্রমাগত ঊর্ধ্বমুখী সোনার দাম। বাধ্য হয়েই অনেকে সোনার গহনা কেনার পরিকল্পনা বাতিল করছেন। কিংবা ২২ ক্যারেটের বদলে ১৮ ক্যারেট বা ১৪ ক্যারেটের গহনা কিনছেন। অন্যদিকে, এবার পুজোর বাজারে ‘ইন’ রুপোর গহনা। তবে সেই ধাতুরও দাম বাড়ছে লাগাতার। আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দাম কত রয়েছে, জেনে নিন-
আজ, ২৯ অগস্ট কলকাতায় ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ২৬১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২ হাজার ৬১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ২৬ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ৪০৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৪ হাজার ৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৯ লক্ষ ৪০ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৬৯৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৬ হাজার ৯৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৬৯ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
সোনার দাম বাড়লেও, রুপোর দাম আজ সামান্য কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১১ হাজার ৯৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।