
কলকাতা: সেই যে উর্ধ্বমুখী হয়েছিল সোনার দাম, তা আর কমার নাম নেই। হু হু করে বেড়েই চলেছে সোনার দাম। তবে আজ কিছুটা হলেও, স্বস্তি মিলল সোনার দামে। যাদের সোনা কেনার পরিকল্পনা রয়েছে, তারা আজ সোনা কিনতে পারেন। তাতে কিছুটা হলেও কম দাম পড়বে। আজকের দাম কত রয়েছে, জেনে নিন-
আজ, ৪ সেপ্টেম্বরে ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ৬৮৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৬ হাজার ৮৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১০ লক্ষ ৬৮ হাজার ৬০০ টাকা। একদিনে ১১০০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৭৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৭ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৭৯ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০০ টাকা দাম কমেছে।
আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ১৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ২৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ১ হাজার ৪০০ টাকা। একদিনে ৯০০ টাকা কমেছে সোনার দাম।
সোনার দাম কমলেও, রুপোর দাম বেড়েছে বেশ কিছুটা। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১২ হাজার ৭১০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ১ লক্ষ ২৭ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে রুপোর।