
কলকাতা: পিতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে। পিতৃপক্ষের অবসান হলেই দেবী দুর্গার আগমন। বাঙালির সবথেকে বড় উৎসব। এই উৎসবকে ঘিরে বাঙালির মধ্যে উন্মাদনার শেষ নেই। দুর্গাপুজো মানেই অনেক কেনাকাটি। এই শপিং লিস্টে যদি সোনার গহনা থাকে, তবে তড়িঘড়ি আজই যান দোকানে। সামান্য হলেও কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও। এমনিতে সোনার যা দাম, তাতে নিম্নবিত্ত, মধ্যবিত্তদের প্রায় নাগালের বাইরে চলে গিয়েছে সোনা। এই পরিস্থিতিতে সামান্য় দাম কমলেও, স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা। আজকের সোনা ও রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-
আজ, ৮ সেপ্টেম্বর ২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ৮৪৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৮ হাজার ৪৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছো ১০ লক্ষ ৮৪ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৯৪৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৯ হাজার ৪৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৯৪ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ১৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮১ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ লক্ষ ১৩ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
আজ সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম পড়বে ১২ হাজার ৭৯০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ ২৭ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।