Gold Price Today: মাসের প্রথম দিনেই সুখবর, অনেকটা সস্তা হল সোনা, শহরে দর কত জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 01, 2023 | 11:05 AM

Gold Price Today: ২২ ক্যারেট সোনার দাম ১৫০ টাকা কমেছে। দাম কমেছে ২৪ ক্য়ারেট সোনারও। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। 

Gold Price Today: মাসের প্রথম দিনেই সুখবর, অনেকটা সস্তা হল সোনা, শহরে দর কত জেনে নিন
কলকাতায় অপরিবর্তিত সোনার দাম।

Follow Us

কলকাতা: মাসের প্রথম দিনেই কমল সোনার দাম (Gold Price)। ঘরে লক্ষ্মী বৃদ্ধির দারুণ সুযোগ। এক ধাক্কায় বেশ অনেকটাই কমল সোনার দাম। আজ, ১ জুন  ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কমল। জানা গিয়েছে, ২২ ক্যারেট সোনার দাম ১৫০ টাকা কমেছে। দাম কমেছে ২৪ ক্য়ারেট সোনারও। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম।  যারা সোনা বা রুপোর গহনা কিনতে আগ্রহী, তারা দোকানে যাওয়ার আগে আজ সোনা ও রুপোর দাম কত, তা জেনে নিন।

আজ বৃহস্পতিবার ১০ টায় ২২ ক্যারেট সোনার দাম:

২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৫,৫৭০ টাকা

২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম:  ৪৪,৫৬০ টাকা

২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৫৫,৭০০ টাকা

২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৫,৫৭,০০০ টাকা

২৪ ক্যারেট সোনার দাম

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৬,০৭৬ টাকা

২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম:  ৪৮,৬০৮  টাকা

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৬০,৭৬০ টাকা

২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৬,০৭,৬০০ টাকা

রুপোর দাম-

১ গ্রাম রুপোর দাম-৭২.৮০ টাকা

৮ গ্রাম রুপোর দাম-৫৮২.৪০ টাকা

১০ গ্রাম রুপোর দাম- ৭২৮ টাকা

১০০ গ্রাম রুপোর দাম- ৭,২৮০ টাকা

১ কেজি রুপোর দাম: ৭২,৮০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম:

বিগত এক মাসেরও বেশি সময় ধরে নিম্নমুখী সোনা-রুপোর দর। গত মাসের শেষ সপ্তাহেও টানা তিনদিন ধরে কমেছিল সোনার দাম। যার ফলে বিক্রি-বাট্টাও বেশ বেড়েছে। বিগত ১০ দিনের মধ্যে ২২ ক্য়ারেট সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২২ মে-তে, সেই দিন ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার ২৯০ টাকা। রুপোর দামও সেইদিনই সর্বোচ্চ ছিল। ১০০ গ্রাম রুপোর দাম ছিল ৭৫০০ টাকা।

তবে আজ বিশ্ব বাজারে দাম বেড়েছে স্পট গোল্ডের।  আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯৬৪.৩০ মার্কিন ডলার।

Next Article