Gold vs Silver: এবার ধনতেরাসে সোনা না রুপো; কোথায় বিনিয়োগে লাভ বেশি?

Investment in Gold or Silver: বাজারের এই টালমাটাল দৌড়ের মধ্যেও সোনা আর রুপো যে ধারাবাহিক ভাবে বেড়েছে তাতে প্রশ্ন এখানে একটাই। সোনা নাকি রুপো, এই বৃদ্ধির যুদ্ধে কে এগিয়ে? আপনাকে যদি বিনিয়োগ করতে হয় তাহলে কোথায় বিনিয়োগ করা এই মুহূর্তে নিরাপদ?

Gold vs Silver: এবার ধনতেরাসে সোনা না রুপো; কোথায় বিনিয়োগে লাভ বেশি?

Oct 13, 2025 | 1:50 PM

ভারতীয় বিনিয়োগকারীদের জন্য ২০২৫ সালটা বেশ অদ্ভূত। এই বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় ৭ শতাংশ পড়ে গিয়েছিল নিফটি ৫০। যদিও তারপর এই সুচক রিকভার করে ও মার্চ থেকে অক্টোবরের মধ্যে সব মিলিয়ে প্রায় ১৪ শতাংশ বেড়েও যায়। আবার অন্য দিকে জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে লাফিয়ে বেড়েছে সোনা ও রুপোর দাম। বাজারের এই টালমাটাল দৌড়ের মধ্যেও সোনা আর রুপো যে ধারাবাহিক ভাবে বেড়েছে তাতে প্রশ্ন এখানে একটাই। সোনা নাকি রুপো, এই বৃদ্ধির যুদ্ধে কে এগিয়ে? আপনাকে যদি বিনিয়োগ করতে হয় তাহলে কোথায় বিনিয়োগ করা এই মুহূর্তে নিরাপদ? সোনার দাম বাড়ছে কেন? ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ডলারের নিরিখে সোনার দাম বেড়েছে প্রায় ৪৮ শতাংশের কাছাকাছি। ভারতীয় বাজারে এই বৃদ্ধির হার আরও বেশি। কারণ জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ডলারের দামও বেড়েছে প্রায় ৩.৪৫ শতাংশ। আর সেই কারণেই ভারতে সোনার দাম...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন