
কলকাতা: মাসের শুরুতেই বড় স্বস্তি। খরচের খাতা থেকে কমল কিছুটা টাকা। মাসের প্রথম দিন থেকেই কমে গেল গ্যাসের দাম। এক ধাক্কায় ২৫ টাকা ৫০ পয়সা কমল এলপিজি সিলিন্ডারের দাম। আজ, ১ জুন থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এর আগে, মে মাসেও ১৫ টাকা কমেছিল গ্যাসের দাম।
প্রতি মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দাম পর্যালোচনা করে এবং সেই অনুযায়ী দেশে এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করে। এই মাসে ওয়েল মার্কেটিং সংস্থাগুলি পর্যালোচনার পর ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮২৬ টাকা। এক ধাক্কায় ২৫ টাকা ৫০ পয়সা সিলিন্ডার পিছু দাম কমেছে। এর আগে ১ মে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৫ টাকা কমানো হয়েছিল।
তবে অপরিবর্তিত রয়েছে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম। ৮৭৯ টাকাই দাম রয়েছে এই সিলিন্ডারের।
প্রসঙ্গত, গৃহস্থের বাড়িতে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। হোটেল, রেস্তোরাঁগুলিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহৃত হয়। পরপর দুই মাস বাণিজ্যিক এলিপিজি সিলিন্ডারের দাম কমায়, ব্যবসায়ীরা উপকৃত হবেন।