AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recruitment: মন্দার বাজারে দারুণ খবর শোনাল Infosys, নিয়োগ করবে ২০ হাজার ফ্রেশার, জানুন বিস্তারিত

Infosys Recruitment: বৃহস্পতিবার ইনফোসিস ঘোষণা করেছে, এই অর্থবর্ষে তারা ২০ হাজার ফ্রেশার ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট নিয়োগ করবে।  টিসিএস-ও ঘোষণা করেছে, এই অর্থবর্ষে তারা ৪২ হাজার নবাগতকে নিয়োগ করবে।

Recruitment: মন্দার বাজারে দারুণ খবর শোনাল Infosys, নিয়োগ করবে ২০ হাজার ফ্রেশার, জানুন বিস্তারিত
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Apr 18, 2025 | 11:32 AM
Share

নয়া দিল্লি: চাকরির বাজারে মন্দা চলছে, বিভিন্ন বড় বড় সংস্থা কর্মী ছাঁটাই করছে। সেখানেই যুব প্রজন্মের জন্য দারুণ খবর দিল দেশের দুটি বড় তথ্য প্রযুক্তি সংস্থা। টিসিএস এবং ইনফোসিস বিপুল কর্মী নিয়োগের ঘোষণা করল।বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে হাজার হাজার যুবক-যুবতীকে নিয়োগ করা হবে বলেই জানানো হয়েছে।

বৃহস্পতিবার ইনফোসিস ঘোষণা করেছে, এই অর্থবর্ষে তারা ২০ হাজার ফ্রেশার ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট নিয়োগ করবে।  টিসিএস-ও ঘোষণা করেছে, এই অর্থবর্ষে তারা ৪২ হাজার নবাগতকে নিয়োগ করবে। অন্যদিকে, উইপ্রো জানিয়েছে, চাহিদা অনুযায়ী তারা ক্য়াম্পাসিংয়ের ব্যবস্থা করবে।

কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, সে সম্পর্কে এখনও সংস্থার তরফে জানানো হয়নি। তবে মূলত বিভিন্ন প্রজেক্ট ও চুক্তির উপরেই নিয়োগ নির্ভর করবে।

মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স ফার্মগুলির তরফে জানানো হয়েছে, আইটি কোম্পানিগুলি নিয়োগ হলেও, তা খুবই কম। বিগত ৩ বছর ধরেই সংস্থাগুলি কর্মী নিয়োগ বিপুল হারে কমিয়ে দিয়েছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কারণে এবং এন্ট্রি লেভেলের কাজ অটোমেটেড হয়ে যাওয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগও কমিয়ে দেওয়া হয়েছে।