FDI: FDI নিয়ে সুখবর, এক বছরে প্রায় ৭ লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

FDI: সরকারি তথ্য অনুসারে, মার্চ শেষে এফডিআই ছিল ৯.৩৪ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ সালের জানুয়ারি-মার্চ মাসে আসা ১২.৩৮ বিলিয়ন ডলারের এফডিআইয়ের চেয়ে কম।

FDI: FDI নিয়ে সুখবর, এক বছরে প্রায় ৭ লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 27, 2025 | 11:50 PM

২০২৪-২৫ অর্থবর্ষের জানুয়ারি-মার্চ মাসে দেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (FDI) ত্রৈমাসিক অর্থবর্ষের ভিত্তিতে ২৪.৫ শতাংশ কমে ৯.৩৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে। তবে, পুরো অর্থবর্ষে  (২০২৪-২৫), দেশে এফডিআই ১৩ শতাংশ বেড়ে ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২৩-২৪ অর্থবছরে এটি ছিল ৪৪.৪২ বিলিয়ন ডলার।

সরকারি তথ্য অনুসারে, মার্চ শেষে এফডিআই ছিল ৯.৩৪ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ সালের জানুয়ারি-মার্চ মাসে আসা ১২.৩৮ বিলিয়ন ডলারের এফডিআইয়ের চেয়ে কম। এমনকী, গত আর্থিক বছরের অক্টোবর-ডিসেম্বর, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে FDI বার্ষিক ভিত্তিতে ৫.৬ শতাংশ কমে ১০.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

২০২৪-২৫ অর্থবর্ষে মোট FDI ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮১.০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৩-২৪ অর্থবর্ষে এটি ছিল ৭১.৩ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবর্ষে ১৪.৯৪ বিলিয়ন ডলার এসেছে সিঙ্গাপুর থেকে। এছাড়াও বিনিয়োগ হয়েছে মরিশাস, মার্কিন যুক্তরাষ্ট্র,নেদারল্যান্ড,জাপান,সাইপ্রাস মতো দেশগুলিতে। তবে, এই পরিসংখ্যানগুলি দেখায় যে ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে নেদারল্যান্ডস, জাপান, যুক্তরাজ্য এবং জার্মানি থেকে সরাসরি বিদেশী বিনিয়োগের পরিমাণ হ্রাস পেয়েছে। ভারতে আসা এফডিআইতে সিঙ্গাপুরের অংশ ৩০ শতাংশ, মরিশাসের ১৭ শতাংশ এবং আমেরিকার ১১ শতাংশ।
তথ্য বলছে, পরিষেবা, বাণিজ্য, টেলিযোগাযোগ, অটোমোবাইল, নির্মাণ উন্নয়ন, অপ্রচলিত শক্তি এবং রাসায়নিক খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে। তবে, কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যার, নির্মাণ (অবকাঠামোগত কার্যক্রম) এবং ওষুধ খাতে এফডিআই হ্রাস পেয়েছে।
২০২৩-২৪ সালে অপ্রচলিত জ্বালানি খাতে এফডিআই প্রবাহ ছিল ৩.৭৬ বিলিয়ন ডলার, যা গত অর্থবর্ষে বেড়ে ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তথ্য থেকে দেখা গেছে যে ২০২৪-২৫ অর্থবর্ষে মহারাষ্ট্রে সর্বোচ্চ (১৯.৬) বিলিয়ন ডলার FDI পেয়েছে। এরপর রয়েছে দিল্লি, গুজরাট, তামিলনাড়ু, হরিয়ানা, তেলঙ্গানার মতো রাজ্য।