Google AI Hub: গুগলের দ্বিতীয় বৃহত্তম এআই হাব তৈরি হবে আমাদের দেশে, বিনিয়োগ হবে ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকা!

Google: ১৪ অক্টোবর ভারতে এসে গুগলের সিইও সুন্দর পিচাই এই খবর জানান। তিনি এই বিষয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। জানা গিয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে তৈরি হবে এই হাব।

Google AI Hub: গুগলের দ্বিতীয় বৃহত্তম এআই হাব তৈরি হবে আমাদের দেশে, বিনিয়োগ হবে ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকা!
গুগলের এআই হাবImage Credit source: Getty Images

Oct 17, 2025 | 6:49 PM

১৫ বিলিয়ন ডলার খরচ করে ভারতে একটি আর্টিফিসিয়াল হাব তৈরি করতে চলেছে গুগল। আমেরিকার বাইরে গুগলের সবচেয়ে বড় এআই হাব হতে চলেছে এটি। সেই হাব তৈরির জন্য আদানি গ্রুপের সঙ্গে হাত মিলিয়েছে এই মার্কিন টেক জায়ান্ট।

১৪ অক্টোবর ভারতে এসে গুগলের সিইও সুন্দর পিচাই এই খবর জানান। তিনি এই বিষয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। জানা গিয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে তৈরি হবে এই হাব। পিচাই জানিয়েছেন, আগামী ৫ বছরে গুগল এই ডেটা সেন্টারের জন্য ১৫ বিলিয়ন ডলার বা ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গুগল।

মোদীর সঙ্গে কথোপকথনকে পিচাই ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন। তিনি বলেন, “নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে ভাল লাগল। বিশাখাপত্তনে এআই হাব তৈরির জন্য পরিকল্পনা শেয়ার করেছি আমরা”।

দিল্লিতে আয়োজিত ‘ভারত এআই শক্তি’ অনুষ্ঠানে গুগল ক্লাউডের চিপ এগজিকিউটিভ অফিসার টমাস কুরিয়ন এই এআই হাব তৈরি সম্পর্কে বলেন, বিশাখাপত্তনমের এই এআই হাব আমেরিকার বাইরে গুগলের সবচেয়ে বড় এআই হাব হতে চলেছে।