
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। কিন্তু অনেকেই ভাবেন, এটি হয়তো খুব জটিল প্রযুক্তি। সেই ধারণা ভাঙতে গুগল নিয়ে এসেছে Google AI Studio। ২০২৩ সালে লঞ্চ হওয়া এই প্ল্যাটফর্মটি আসলে গুগল জেমিনাই (Google Gemini) AI মডেলের উপর ভিত্তি করে তৈরি। আর এই মডেল ছাত্র থেকে পেশাদার, সকলেই ব্যবহার করতে পারবেন।
চ্যাটজিপিটি-র মতোই এই টুল ব্যবহার করতে পারবেন। আপনি যে কোনও প্রশ্ন করতে পারেন। এই টুল তার উত্তর দিয়ে দেবে আপনাকে। তবে এর ক্ষমতা আরও বেশি। এখানে আপনি ছবি, অডিয়ো বা কোনও ফাইলের লিঙ্ক আপলোড করে তার সারাংশও জেনে নিতে পারেন।
গ্রাফিক ডিজাইনের সাধারণ জ্ঞান না থাকলেও সমস্যা নেই। আপনি শুধু বাংলায় বা ইংরেজিতে লিখে দিলেই এই টুলটি সঙ্গে সঙ্গে একটি দারুণ ছবি বা ছোট ভিডিয়ো ক্লিপ তৈরি করে দেবে।
সবচেয়ে অবাক করা ফিচার এটি। এখানে আপনি কোডিং জ্ঞান ছাড়াই নিজের জন্য ছোটখাটো কার্যকরী অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।
কোনও কাজে আটকে গেলে আপনি স্ক্রিন শেয়ার করে রিয়েল-টাইমে AI-এর সাহায্য নিতে পারবেন। এটি আপনার ভার্চুয়াল শিক্ষক বা সহকারীর মতো কাজ করবে।
এক কথায়, Google AI Studio একটি অল-ইন-ওয়ান টুল। কনটেন্ট তৈরি, নতুন কিছু শেখা বা নিজের অ্যাপ তৈরি, সবই সম্ভব এক জায়গায়।