Sundar Pichai: সত্যিই সুন্দর! পিচাইয়ের বাড়িটির দাম মোটে ১০,২১৫ কোটি টাকা, ভিতরটা ঘুরে আসবেন নাকি

Sundar Pichai House: ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা কান্ট্রির লস অ্যালটসে রয়েছে সুন্দর পিচাইয়ের বাড়ি। পাহাড়ের কোলে ৩১.৭ একর জমি জুড়ে রয়েছে এই বাড়ি। শুধুমাত্র বাইরে থেকেই নয়, ভিতর থেকেও একই রকমে চোখ ধাঁধানো অন্দরসজ্জা রয়েছে।

Sundar Pichai: সত্যিই সুন্দর! পিচাইয়ের বাড়িটির দাম মোটে ১০,২১৫ কোটি টাকা, ভিতরটা ঘুরে আসবেন নাকি
সুন্দর পিচাইয়ের বাড়ি কেমন জানেন?

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 22, 2023 | 11:41 AM

ক্যালিফোর্নিয়া: গুগলের সিইও সুন্দর পিচাইয়ের আলাদা করে পরিচয় দেওয়ার কোনও প্রয়োজন পড়ে না। ভারতীয় বংশোদ্ভূত আইআইটি স্নাতক সুন্দর পিচাই বর্তমানে গুগল তথা তার মালিকানাধীন সংস্থা অ্য়ালফাবেটের সিইও। তামিলনাড়ুর ছোট্ট একটি পরিবার থেকে উঠে আসা সুন্দর পিচাই বর্তমানে বিশ্বের সেরা এগজেকিউটিভদের মধ্যে অন্যতম। সুন্দর পিচাইয়ের উত্থান, তাঁর কর্মজীবন সম্পর্কে অনেকে জানলেও, তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে সেই রকম কোনও তথ্য জানা নেই কারোর। তবে গুগলের সিইও-র ব্যক্তিগত জীবন তো ছাড়ুন, তাঁর বাড়ি সম্পর্কে জানলেই চোখ কপালে উঠবে। ক্য়ালিফোর্নিয়াতে রয়েছে পিচাইয়ের প্রাসাদপম বাড়ি। ৩১ একরের উপরে তৈরি এই বাড়িটি সুন্দর পিচাই কিনেছিলেন ৪০ মিলিয়ন ডলার বা ৪ কোটি ডলার দিয়ে। ২০২২ সালেই এই বাড়ির দাম বেড়ে দাঁড়ায় ১০,২১৫ কোটি টাকায়।

জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা কান্ট্রির লস অ্যালটসে রয়েছে সুন্দর পিচাইয়ের বাড়ি। পাহাড়ের কোলে ৩১.৭ একর জমি জুড়ে রয়েছে এই বাড়ি। শুধুমাত্র বাইরে থেকেই নয়, ভিতর থেকেও একই রকমে চোখ ধাঁধানো অন্দরসজ্জা রয়েছে। পিচাইয়ের বাড়ির এই অন্দরসজ্জা কিন্তু বিখ্য়াত কোনও ইন্টেরিয়র ডিজাইনার নন, বরং সুন্দর পিচাইয়ের স্ত্রী অঞ্জলি পিচাই-ই করেছিলেন। পিচাই পরিবারের বিলাসবহুল বাড়ির কেবল অন্দরসজ্জার জন্য়ই খরচ হয়েছিল ৪৯ কোটি টাকা।

সুন্দর পিচাইয়ের বাড়ির অন্দরসজ্জা।

কী কী রয়েছে সুন্দর পিচাইয়ের বাড়িতে?