Google Dialer: বদলে গিয়েছে ফোন করার অ্যাপ! কীভাবে আগের মতো করবেন?

Google Calling App: ফোনের গুগল ডায়ালারটি আগের মতো আর নেই? আর এর জন্য যারপরনাই হয়রানির শিকার হতে হচ্ছে আপনাকে? আগের অবস্থায় ফেরাবেন কীভাবে জানেন?

Google Dialer: বদলে গিয়েছে ফোন করার অ্যাপ! কীভাবে আগের মতো করবেন?

Aug 29, 2025 | 2:35 PM

আপনার ফোনের গুগল ডায়ালারটি হঠাৎ বদলে গিয়েছে? আগের মতো কি সে আর নেই? আর এর জন্য যারপরনাই হয়রানির শিকার হতে হচ্ছে আপনাকে? বা হঠাৎ এই বদলে বাড়ির বয়স্ক সদস্যটি ভাবছেন এর পিছনে নির্ঘাত রয়েছে আপনার হাত? কিন্তু এমন কি কোনও উপায় রয়েছে যাতে আপনার গুগল ডায়ালার আবার আগের অবস্থায় ফিরে যায়?

আসলে বিভিন্ন অ্যাপের ইন্টারফেস আরও পরিচ্ছন্ন ও আধুনিক করতে পদক্ষেপ করছে গুগল। আর সেই পদক্ষেপের অংশ হিসাবেই কোনও আপডেট ছাড়াই ফোনের ডায়ালারের এই অবস্থা হয়ে গিয়েছে। অনেকের ফোনেই এই পরিবর্তন হয়েছে। আবার অনেকেরই হয়নি। যে সব মানুষ গুগলের লে আউট ব্যবহার করেন তাঁরাই এই পরিবর্তনের মুখোমুখি হয়েছেন।

ফোনের ডায়ালারকে আবারও আগের অবস্থায় খুব সহজে ফিরিয়ে নিয়ে আসা যেতে পারে। প্রথমত ডায়াল প্যাডে যে ক্যাশে ডেটা জমে রয়েছে তা ক্লিয়ার করতে হবে। আর এতেও যদি ডায়াল প্যাড আগের মতো না হয়, তাহলে ডায়াল প্যাডের সব আপডেট আনইনস্টল করে দিতে হবে। তা হলেই আপনার ফোনের গুগল ডায়াল প্যাড আবার আগের মতো হয়ে যাবে।