Google Pay in Saudi Arabia: সৌদিতে চালু হল Google Pay

Google Pay, Saudi Arabia: এই পদক্ষেপের ফলে সৌদি আরবের ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো আরও মজবুত হবে। এবং তারা আশা করছে এতে নগদের ব্যবহার কমবে। Google Pay চালু হওয়ায় ব্যবহারকারীরা এখন Mada ডেবিট কার্ড ও ভিসা বা মাস্টারকার্ডের মতো ডিজিটাল কার্ড Google Wallet-এ যোগ করতে পারবেন।

Google Pay in Saudi Arabia: সৌদিতে চালু হল Google Pay

Sep 19, 2025 | 7:39 PM

‘ভিশন ২০৩০’ লক্ষ্য পূরণের দিকে এক বড় পদক্ষেপ করল সৌদি আরব। ১৫ সেপ্টেম্বর রিয়াধে অনুষ্ঠিত Money20/20 সম্মেলনে সেই দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক (SAMA) আনুষ্ঠানিকভাবে Google Pay চালু করার ঘোষণা করেছে। এর পাশাপাশি, অ্যান্ট ইন্টারন্যাশনালের সাথে Alipay+ নিয়ে আসার চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

এই পদক্ষেপের ফলে সৌদি আরবের ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো আরও মজবুত হবে। এবং তারা আশা করছে এতে নগদের ব্যবহার কমবে। Google Pay চালু হওয়ায় ব্যবহারকারীরা এখন Mada ডেবিট কার্ড ও ভিসা বা মাস্টারকার্ডের মতো ডিজিটাল কার্ড Google Wallet-এ যোগ করতে পারবেন।

SAMA-র গভর্নর আয়মান আল-সায়ারি এই উপলক্ষে দেশের ফিনটেক ক্ষেত্রের দ্রুত অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, ‘২০২২ সালের শেষে ফিনটেক সংস্থার সংখ্যা ছিল ৮২, যা বেড়ে এখন ২৮১ হয়েছে’।

২০২৪ সালে মোট খুচরো লেনদেনের ৭৯ শতাংশ ইলেকট্রনিক লেনদেন হয়েছিল। সে দেশে মোট ফিনটেক বিনিয়োগ ৯ বিলিয়ন রিয়াল বা প্রায় ২.৩৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে Alipay+ চালু হলে আন্তর্জাতিক পর্যটকরা নিজেদের ডিজিটাল ওয়ালেট ব্যবহার করেই সৌদিতে সহজে লেনদেন করতে পারবেন। এই উদ্যোগ সৌদি আরবকে বিশ্বের অন্যতম প্রধান ফিনটেক হাব হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে।