PAN Aaadhaar Linking Date: প্যান-আধার লিঙ্কের সময়সীমা বাড়ল, জেনে নিন হাতে আর ক’দিন বাড়তি পাবেন

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 28, 2023 | 3:33 PM

PAN-Aadhaar Link: আয়কর দফতরের পোর্টালে লগ ইন না করেও e-Filing পোর্টালে ক্লিক করতে পারেন।

PAN Aaadhaar Linking Date: প্যান-আধার লিঙ্কের সময়সীমা বাড়ল, জেনে নিন হাতে আর কদিন বাড়তি পাবেন
আধার-প্যান লিঙ্ক

Follow Us

Aadhaar-PAN Linking: আধার-প্যান কার্ডের লিঙ্ক (Aadhar PAN Link ) করাতে এই মুহূর্তে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। শেষবেলায় যাতে কারও লিঙ্কের কাজ বাদ না পড়ে যায়, জোর ব্যস্ততা। হাতে আর একেবারেই যে সময় নেই। ৩১ মার্চ ফুরোবে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার সময়ের মেয়াদ। তবে যাঁরা এখনও এই লিঙ্ক করাননি, তাঁদের জন্য সুখবর শোনাল আয়কর বিভাগ। এর আগে একাধিকবার আধার-প্যান কার্ডের লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২২ সালের ৩১ মার্চের আগে এই লিঙ্কিং প্রক্রিয়া পুরোপুরি বিনা পয়সায় করা যেত। এরপর প্যান নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য অনেককে হাজার টাকা জরিমানা পর্যন্ত দিতে হয়েছে। এরপর আবারও প্যান-আধার লিঙ্কিংয়ের সময়সীমা বাড়ায় সরকার। ২০২৩ সালের ৩১ মার্চ অবধি সময়সীমা বাড়ানো হয়। এবার তা বাড়িয়ে ৩০ জুন অবধি করা হল। সোমবারই এই ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। করদাতাদের আরও কিছুটা সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

 

হাজার টাকা পেনাল্টি দিতেই হবে

আয়কর বিভাগ গত মাসেই একটি টুইটে জানিয়েছিল, প্যান কার্ডকে বৈধ আধার নম্বরের সঙ্গে http://www.incometax.gov.in -এ ১০০০ টাকা দিয়ে লিঙ্ক করাতে হবে।

৯ মাসে পেনাল্টি বেড়েছে

এই আধার-প্যান লিঙ্ক করার পেনাল্টি ধাপে ধাপে বেড়েছে। ২০২২ সালের ৩১ মার্চের আগে পর্যন্ত নিখরচায় তা করা যেত। ১ এপ্রিল ২০২২ থেকে তা ৫০০ টাকা হয়। এরপর ১ জুলাই ২০২২ থেকে ১ হাজার টাকা হয়।

দেখে নিন PAN-Aadhar লিঙ্ক করবেন কীভাবে

আয়কর দফতরের পোর্টালে লগ ইন না করেও e-Filing পোর্টালে ক্লিক করতে পারেন।

e-Filing পোর্টালের লিঙ্ক  https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar

এরপর Link Your PAN-এ ক্লিক।

নতুন পেজ খুলতেই আধার ও প্যান নম্বর দিন।

View Link Aadhaar Status-এ ক্লিক করলে জেনে যাবেন আপনার আধার প্যান লিঙ্ক করা আছে কি না।

 

Next Article