Small Savings Scheme: স্মল সেভিংস স্কিমে বাড়ল সুদের হার, কী সুবিধা হবে সরকারি সঞ্চয় প্রকল্পে

১ থেকে ২ বছরের মেয়াদ কালে স্মল সেভিংস স্কিমে বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে ১০। ৫ বছরের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে বেসিস পয়েন্ট বেড়েছে ৩০।

Small Savings Scheme: স্মল সেভিংস স্কিমে বাড়ল সুদের হার, কী সুবিধা হবে সরকারি সঞ্চয় প্রকল্পে
প্রতীকী ছবি

| Edited By: অংশুমান গোস্বামী

Jul 01, 2023 | 12:45 AM

নয়াদিল্লি: স্মল সেভিংস স্কিমে সুদের হার বৃদ্ধি করল কেন্দ্র। জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালের মধ্যে সুদের হার বাড়ানো হল। ১০ থেকে ৩০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে সুদের হার। ১ থেকে ২ বছরের মেয়াদ কালে স্মল সেভিংস স্কিমে বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে ১০। ৫ বছরের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে বেসিস পয়েন্ট বেড়েছে ৩০। এক বছরের সঞ্চয় প্রকল্পে সুদের হার বেড়ে হবে ৬.৯ শতাংশ। ২ বছরের আমানতে তা বেড়ে হবে ৭ শতাংশ। ৫ বছরের রেকারিং ডিপোজিটে তা বাড়বে ৬.৫ শতাংশ পর্যন্ত।

এই পরিবর্তন ১ জুলাই থেকে ধার্য হবে বলে জানা গিয়েছে। তবে এর জেরে সরকারের বেশ কয়েকটি জনপ্রিয় স্মল সেভিং স্কিমে সুদের হারেক পরিবর্তন হবে না। সরকারি স্কিমে সুদের হার একই থাকবে। গত দুই ত্রৈমাসিকে সরকারি বেশ কয়েকটি সঞ্চয় প্রকল্পে সুদের হার বেড়েছিল।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড- ৭.১ শতাংশ
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট- ৭.৭ শতাংশ
কিসান বিকাশ পত্র- ৭.৫ শতাংশ
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম- ৮.২ শতাংশ
সুকন্যা সমৃদ্ধি যোজনা- ৮ শতাংশ