৫ বছরে ১ লক্ষ কোটির লগ্নি, ১০ লক্ষ কর্মসংস্থানের আশা সরকারের, নতুন নীতি নিয়ে এল DoT!

Department of Telecommunications: নতুন টেলিকম নীতির খসড়া প্রকাশ করল ডট বা টেলিকমিউনিকেশন বিভাগ এই প্রস্তবগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে আগামী ৫ বছরে আমাদের দেশ AI, 5G বা 6G-র মতো প্রযুক্তির কেন্দ্রও হয়ে উঠতে পারে।

৫ বছরে ১ লক্ষ কোটির লগ্নি, ১০ লক্ষ কর্মসংস্থানের আশা সরকারের, নতুন নীতি নিয়ে এল DoT!
Image Credit source: Getty Images

Jul 27, 2025 | 12:40 PM

আগামী ৫ বছরে ১ লক্ষ কোটির লগ্নি টানা ও ১০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে নতুন টেলিকম নীতির খসড়া প্রকাশ করল ডট বা টেলিকমিউনিকেশন বিভাগ। এখানে দাবি করা হয়েছে প্রস্তবগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে আগামী ৫ বছরে আমাদের দেশ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ৫জি বা ৬জির মতো প্রযুক্তির কেন্দ্রও হয়ে উঠতে পারে।

২৪ জুলাই বৃহস্পতিবার এই নীতি প্রকাশ করেছে সরকার। জানা গিয়েছে, শুক্রবার থেকে টানা ২১ দিন এই নীতি থাকবে টেলিকমিউনিকেশন বিভাগের ওয়েবসাইটে। যে কেউ এই নথি পড়ে তাঁদের মতামত জানাতে পারবেন। তারপর সেই মতামত খতিয়ে দেখে চূড়ান্ত নীতি প্রণয়ন করা হবে। ডট বলছে, এই নীতি প্রণয়ন হলে যে পরিকাঠামো তৈরি হবে, তা নাকি বিশ্বের অন্যতম সেরা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ শ্রমিক, সস্তা প্রযুক্তি সহ একাধিক বিষয়ে জোর দেওয়া হয়েছে এই নীতিতে। গ্রামীণ এলাকায় দারুণ ইনটারনেট সংযোগ, স্মার্ট সিটি, এমার্জেন্সি যোগাযোগের মতো জায়গায় কীভাবে উন্নতি হবে, তাও নাকি দেখানো হয়েছে নতুন এই নীতিতে।