
২ বছর আগে ২০২৩ সালে ১৯ মে একপ্রকার ঘোষণা করে ২ হাজার টাকার নোট বাতিল ঘোষণা করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তারপর থেকে ধীরে ধীরে বাজারে ২০০০ টাকার নোটের সার্কুলেশন কমতে থাকে। একটি বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, “বাজারে থাকা ২০০০ টাকার নোটের ৯৮.২৬ শতাংশ ইতিমধ্যেই ফিরে এসেছে ব্যাঙ্কের কাছে”।
২০০০ টাকার নোট বাতিল ঘোষণা হওয়ার সময় বাজারে মোট ৩ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা মূল্যের নোট ছিল। পরবর্তীতে ২০২৫ সালের ৩১ মের মধ্যে টাকার অঙ্কটা নেমে আসে ৬ হাজার ১৮১ কোটি টাকায়।
যদিও, এত কিছুর পর এখনও আইনি বৈধতা রয়েছে ২০০০ টাকার নোটের। ২০২৩ সালের ৭ অক্টোবরের মধ্যে দেশের যে কোনও ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলে নেওয়া যেত। কিন্তু বর্তমানে ২০০০ টাকার নোট কারও কাছে থাকলে সে রিজার্ভ ব্যাঙ্কের যে কোনও অফিসে গিয়ে এই নোট বদলে নিতে পারবে। ২০২৩ সালের ৯ অক্টোবর থেকে চালু হয়েছে এই সুবিধা।
এ ছাড়াও কেউ ভারতীয় ডাক ব্যবস্থার মাধ্যমে যে কোনও আরবিআই অফিসে ২০০০ টাকার নোট পাঠাতে পারেন। সেক্ষেত্রে ২০০০ টাকার নোটের সঙ্গে কোন অ্যাকাউন্টে সেই টাকা যাবে সেই অ্যাকাউন্টের ডিটেলসও পাঠাতে হবে।