Petrol-Diesel Price: পেট্রোল-ডিজেলের উপর বাড়ল করের বোঝা! এবার কি তবে দাম বাড়বে তেলের?

Jyotirmoy Karmokar | Edited By: Avra Chattopadhyay

Apr 07, 2025 | 4:08 PM

Petrol-Diesel Price: আন্তর্জাতিক বাজারে যখন ক্রমাগত দাম পড়ছে ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেলের, সেই সময় হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র? প্রশ্ন তুলছে একাংশ।

Petrol-Diesel Price: পেট্রোল-ডিজেলের উপর বাড়ল করের বোঝা! এবার কি তবে দাম বাড়বে তেলের?
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image

Follow Us

নয়াদিল্লি: মধ্যবিত্তদের যেন দুঃখের শেষ নেই। একদিকে হু হু করে দাম বাড়ছে সোনার। পরিস্থিতি এমনই, যখন তখন ছুঁয়ে যেতে পারে এক লক্ষের গন্ডি। অন্যদিকে, কষ্টের টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করে বাড়তি ‘ঝামেলা’। ট্রাম্পের খোঁচায় দিনদিন লাল হচ্ছে পোর্টফোলিও। এবার সেই আবহেই পেট্রোল-ডিজেলের উপর বাড়ল শুল্কের পরিমাণ।

সোমবার গোটা দেশজুড়ে তেলে ২ টাকা আবগারি শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক বাজারে যখন ক্রমাগত দাম পড়ছে ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেলের, সেই সময় হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র? প্রশ্ন তুলছে একাংশ।

তবে এই দাম বৃদ্ধির কারণে যে সরাসরি গ্রাহকদের পকেটে আপাতত চাপ পড়বে না বলেই আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ও রাষ্ট্রায়ত্ত ওয়েল মার্কেটিং কোম্পানি। সরকার তরফে জানানো হয়েছে, এই শুল্ক বৃদ্ধির জেরে একটু বেশি কর গুণতে হবে রাষ্ট্রায়ত্ত ওয়েল মার্কেটিং কোম্পানিকে। কিন্তু তার প্রভাব আপাতত খুচরো বিক্রির উপর পড়বে না। তবে কতদিন অবধি সেই প্রভাবের স্রোতকে রুখে ধরা হবে, সেই নিয়ে কিছু স্পষ্ট করেনি কেন্দ্র ও ওয়েল মার্কেটিং কোম্পানি।

কবে থেকে কার্যকর হবে এই বর্ধিত শুল্ক? এই প্রসঙ্গে অর্থমন্ত্রক তরফে জানানো হয়েছে, আগামী ৮ই এপ্রিল থেকে দেশজুড়ে পেট্রোল-ডিজেলের উপর কার্যকর করা হবে এই বর্ধিত শুল্ককে।