ESI নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, হাসপাতালে ভর্তি-চিকিৎসার ঝঞ্ঝাট কমল আরও

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 28, 2024 | 7:18 PM

ESIC-Ayushman Bharat Convergence: সম্প্রতিই প্রধানমন্ত্রী-জন আরোগ্য যোজনার অধীনে, ৭০ বছরের বেশি বয়সী সকল ব্যক্তিদের বিমার অধীনে আনার ঘোষণা করা হয়েছে।  প্রধানমন্ত্রী-জন আরোগ্য যোজনার অধীনে ১২,৬৯৬টি বেসরকারি হাসপাতাল সহ মোট ২৯,৬৪৮টি হাসপাতাল এই প্রকল্পের অধীনে নিখরচায় বা অল্প খরচে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়।

ESI নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, হাসপাতালে ভর্তি-চিকিৎসার ঝঞ্ঝাট কমল আরও
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: ইএসআই (ESI) নিয়ে কেন্দ্রের বড় সিদ্ধান্ত। এবার আর্থিকভাবে দুর্বল চাকরিজীবী ও তাদের পরিবারের চিকিৎসা পাওয়া আরও সহজ হল। কেন্দ্রের তরফে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স (ESI)-র সঙ্গে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে একত্রিত করার অনুমোদন দেওয়া হল।

শুক্রবারই এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের মেডিকেল বেনিফিট কাউন্সিলের তরফে ইএসআই উপভোক্তাদের আরও স্বাস্থ্য পরিষেবার সুযোগ-সুবিধা দেওয়ার জন্য আয়ুষ্মান ভারত পিএম-জন আরোগ্য যোজনার সঙ্গে কর্মচারীদের রাজ্য বিমা (ESI) প্রকল্পের একত্রিকরণের অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে যে এবার থেকে ইএসএই প্রকল্পকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে একত্রিত করে দেওয়া হচ্ছে। এতে দুই প্রকল্পের উপভোক্তারাই উপকৃত হবেন। প্রধানমন্ত্রী জন-আরোগ্য প্রকল্পের যে বিশাল নেটওয়ার্ক রয়েছে, তার অধীনে ইএসআই প্রকল্পের উপভোক্তারাও চিকিৎসা করানোর সুবিধা পাবেন। বিশেষ করে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যবিমা প্রকল্প। এর অধীনে দেশের ১২ কোটি গরিব পরিবার রয়েছে, যার মোট উপভোক্তার সংখ্যা ৫৫ কোটির কাছাকাছি। প্রতি বছর ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা প্রদান করা হয় এই প্রকল্পের অধীনে।

ইএসআই-র উপভোক্তাদেরও এক ছাতার নীচে আনতে কাউন্সিলের তরফে রাজ্যগুলির জন্য কমন সাপোর্ট মিশন (CSM) বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।পাশাপাশি লাইফস্টাইল ডিসঅর্ডার প্রাথমিক নির্ণয়ের এবং বিমাকারী ব্যক্তি,মহিলা, ট্রান্সজেন্ডারদের পুষ্টির ঘাটতি শনাক্তকরণের জন্য বার্ষিক প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা শিবির শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতিই প্রধানমন্ত্রী-জন আরোগ্য যোজনার অধীনে, ৭০ বছরের বেশি বয়সী সকল ব্যক্তিদের বিমার অধীনে আনার ঘোষণা করা হয়েছে।  প্রধানমন্ত্রী-জন আরোগ্য যোজনার অধীনে ১২,৬৯৬টি বেসরকারি হাসপাতাল সহ মোট ২৯,৬৪৮টি হাসপাতাল এই প্রকল্পের অধীনে নিখরচায় বা অল্প খরচে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়।

Next Article